Thursday, July 4, 2024
Homeআন্তর্জাতিকKenya | সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, মৃত কমপক্ষে ৩৯

Kenya | সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কেনিয়া, মৃত কমপক্ষে ৩৯

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রীয় করনীতির প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভে (Anti-government protest) উত্তাল কেনিয়া (Kenya)। ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন ৩০০ জনেরও বেশি। এমনিতেই মূল্যবৃদ্ধি ও বেকারত্ব জেরে জেরবার কেনিয়ার মানুষজন। এরই মধ্যে ঘাড়ে চেপেছে অতিরিক্ত করের বোঝা। যার ফলে শুরু হয়েছে দেশব্যাপী বিক্ষোভ।

সূত্রের খবর, কর বৃদ্ধির (Tax hike)প্রতিবাদে প্রথমে শান্তিপূর্ণ মিছিলে নেমেছিলেন সকলে। মিছিলে উপস্থিত অধিকাংশরাই ছিলেন যুবক-যুবতী। কিন্তু গত ২৫ জুন কেনিয়ার সংসদে একটি বিতর্কিত বিল পাশ হয়। তারপরই ভয়াবহ আকার নেয় জনগণের প্রতিবাদ। পার্লামেন্ট চত্বর সহ পুরো নাইরোবিতে (Nairobi) শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীরা পার্লামেন্ট চত্বরের একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস (KNCHR) এক বিবৃতিতে জানিয়েছে, এখনও পর্যন্ত বিক্ষোভের জেরে ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬১ জন। অন্যদিকে, ৩২ মামলা হয়েছে এখনও অবধি। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৬২৭ জন বিক্ষোভকারী।

উল্লেখ্য, ২০২২ সালে কেনিয়ার প্রেসিডেন্ট হন উইলিয়াম রুটো (William Ruto)। তারপর থেকে এটাই দেশের সবচেয়ে সংকটজনক পরিস্থিতি। বিক্ষোভকারীদের প্রধান দাবি রুটোর পদত্যাগ। এই পরিস্থিতিতে গত রবিবার বক্তব্য রাখেন রুটো। তিনি বলেন, ‘আমার হাতে তাঁদের রক্ত লেগে নেই। তবে আমি মৃত্যুর উপযুক্ত তদন্তের অনুরোধ জানাচ্ছি।’ এদিকে প্রতিবাদ দেখাতে গিয়ে সাধারণ মানুষ যেভাবে সরকারি ভবন ও জরুরি পরিষেবার ক্ষেত্রগুলোকে আক্রমণ করেছে তার তীব্র নিন্দা করেছে কেএনসিএইচআর।

এদিকে কেনিয়ায় এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী ভারতীয়দের জন্য দূতাবাসের তরফে সতর্কবার্তা পাঠানো হয়েছে। এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, ‘বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কেনিয়ার সমস্ত ভারতীয়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার, অপ্রয়োজনীয় যাতায়াত না করার এবং পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত বিক্ষোভের দ্বারা প্রভাবিত এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Spice | মশলায় বিপজ্জনক রাসায়নিক! ১১১ সংস্থার লাইসেন্স বাতিল করল FSSAI

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রান্নার মশলায় ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগ উঠল দেশের একাধিক মশলা প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে। মশলার নমুনা পরীক্ষার পর দেশের মোট ১১১টি...

Arpita Mukherjee | এবার আয়কর দপ্তরের নজরে ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতা, টাকার উৎস জানতে জেলে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এবার এই মামলায় তাঁকে...

Minor Rape | স্কুল যাওয়ার পথে নাবালিকাকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

0
কালিয়াগঞ্জ: ফের নাবালিকা ধর্ষণের(Minor Rape) ঘটনা ঘটল কালিয়াগঞ্জে। দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটে কালিয়াগঞ্জ থানা...

Mid Day Meal | মিড-ডে মিলে মরা সাপ! প্যাকেট খুলতেই আঁতকে উঠলেন শিশুর বাবা-মা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মিড-ডে মিলে (Mid Day Meal) আরশোলা, টিকটিকি এরকম খবর আগেও অনেকবার সামনে এসেছে। কিন্তু এবার মিড-ডে মিলের প্যাকেটে পাওয়া গেল...

Wedding special | তৃণমূলনেত্রীকে প্রণাম করে পঞ্চায়েত অফিসে বসেই আইবুড়ো ভাত খেলেন বিডিও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাধারণত বর বা কনের মা বিয়ের আগে শেষ বারের মতো পরিপাটি করে আইবুড়ো জীবনের রান্না খাওয়ান আদরের সন্তানকে। তবে কালের...

Most Popular