উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লোন পাশ করিয়ে দেওয়ার নাম করে প্রায় ৩৯,০০০ টাকার দেশি মুরগি সাবাড় করে দিলেন ব্যাঙ্ক ম্যানেজার। শুধু তাই নয় হজম করে নিলেন ১০ শতাংশ কমিশনের টাকাও। এমনটাই অভিযোগ করেছেন রূপচাঁদ মনহর নামক ছত্তিসগড়ের এক কৃষক। তিনি জানান নিজের পোলট্রি ফার্ম বড় করবার জন্য তিনি ১২,০০০,০০ টাকা লোন নেওয়ার কথা ভেবেছিলেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাস্তুরি ব্রাঞ্চ থেকে। উল্লেখ্য, মাস্তুরি ছত্তিশগড়ের বিলাশপুর জেলায় অবস্থিত।
সেইমত লোনের আবেদন নিয়ে ওই ব্যাঙ্ক ম্যানেজারের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু মনহর কল্পনাও করতে পারেননি যে তার খামারে মুরগির সংখ্যা বৃদ্ধি করবার পরিবর্তে সেগুলি ওই ব্যাঙ্ক ম্যানেজারের পেটে চলে যাবে। তিনি জানান, তাঁর খামারের মুরগি বিক্রি করে দুই মাসের মধ্যে পুরো ১০ শতাংশ কমিশনের টাকা পরিশোধ করেছেন তিনি। এরপরেও ওই ব্যাঙ্ক ম্যানেজার তাঁর লোন অনুমোদনের জন্য প্রতি শনিবার দেশি মুরগির আবদার করতেন এবং এইভাবে প্রায় ৩৯,০০০ হাজার টাকার মুরগি সাবাড় করে দেয় অভিযুক্ত।
একসময় ওই কৃষক বুঝতে পারেন যে ওই ম্যানেজার মোটেও তাঁর ঋণ অনুমোদন করার মেজাজে নেই। এদিকে ম্যানেজার যে মুরগি খেয়েছিলেন তার টাকাও পরিশোধ করছিলেন না। এরপর উপায়ন্তর না দেখে এই বিষয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) অফিসে অভিযোগ দায়ের করেন মনহর। তাঁর দাবি তাঁর থেকে নেওয়া কমিশনের টাকা এবং সাবাড় করা দেশি মুরগির সম্পূর্ণ টাকা তাঁকে ফেরত দিতে হবে। এমনটা নাহলে মাস্তুরিতে ওই এসবিআই শাখার সামনেই আত্মহত্যা করবেন বলেও জানিয়েছেন রূপচাঁদ মনহর।