খেলাধুলা

3rd Test IND vs ENG | কোহলিকে বাদ দিয়েই তৃতীয় টেস্টের দল ঘোষণা, জায়গা পেলেন বাংলার দুই পেসার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ (3rd Test IND vs ENG) বিরাট কোহলিকে বাদ দিয়েই অবশেষে তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। টেস্ট স্কোয়াডে ঢুকে পড়েছেন বাংলার আকাশ দীপ। দলে রয়েছেন বাংলার মুকেশ কুমারও।

প্রথম দুটি টেস্টে খেলেননি বিরাট কোহলি (Virat Kohli)। এবার পুরো সিরিজ থেকেই সরে দাঁড়ালেন বিরাট। তিনি বোর্ডকে জানিয়েছেন ব্যক্তিগত কারণেই তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে চাননা। বোর্ড তাঁর আবেদনে সারাও দিয়েছে। তাঁকে বাদ দিয়েই দল ঘোষণা করে দিয়েছে বোর্ড। পিঠে চোট থাকার কারণে শেষ তিন টেস্টের দলে রাখা হল না শ্রেয়স আয়ারকেও। চোটের কারণে দ্বিতীয় টেস্টে দলে ছিলেন না লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা। তবে তৃতীয় টেস্টের আগে সুস্থ হয়ে উঠলে ফের দলে জায়গা করে নেবেন এই দুই তারকা।

দলে প্রথম সারির তিন ক্রিকেটার না থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড ভরসা রাখছেন রজত পাটীদার এবং সরফরাজ খানের ওপর। দলে রাখা হয়েছে দুই উইকেটরক্ষক শ্রীকর ভরত এবং ধ্রুব জুড়েলকে। প্রথম দু’টি টেস্টেও দলে ছিলেন তাঁরা। রয়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গী হবেন তিনিই। তিন নম্বরে থাকবেন শুভমন গিল।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, দলে স্পিন বিভাগের দায়িত্ব সামলাবেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনও। তাঁদের সঙ্গী অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। পেস বিভাগ সামলাবেন দহ অধি-নায়ক যশপ্রীত বুমরাহ মহম্মদ সিরাজ মুকেশ কুমার এবং আকাশ দীপ। বাংলার দুই পেসার একসঙ্গে ভারতীয় দলে। প্রথম বারের জন্য টেস্ট দলে ডাক পেলেন বাংলার আকাশ।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট।  রাজকোটে হবে সেই ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু হবে রাঁচীতে। পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ হবে ধর্মশালায়। সেই টেস্ট শুরু হবে ৭ মার্চ থেকে। প্রথম দুই টেস্টের পর সিরিজ় ১-১।

শেষ তিন টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, লোকেশ রাহুল, রজত পাটীদার, সরফরাজ় খান, ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আকাশ দীপ।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

lightning | ফুটবল খেলার সময় বজ্রপাতে মৃত্যু কিশোরের, আহত ৯

হরিরামপুর: ফুটবল খেলার সময় বজ্রপাতে মৃত্যু হল এক কিশোরের। মৃত কিশোরের নাম জয়ন্ত বেসোয়ার(১৫)। বাড়ি…

3 mins ago

S Jaishankar | ‘সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ছাড়ুন’, চাবাহার নিয়ে আমেরিকার ‘নিষেধাজ্ঞা’র কড়া জবাব জয়শংকরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে না দেখে সকলের সুবিধার কথা ভাবতে হবে। এবার নাম…

15 mins ago

Old Malda | হোটেলে মধুচক্রের আসরে গুলি! আহত পুরাতন মালদার তৃণমূল নেত্রীর স্বামী

পুরাতন মালদাঃ মাদক কারবার ছিলই, এবার পুরাতন মালদায় জাঁকিয়ে বসেছে মধুচক্রের আসর। এনিয়ে দীর্ঘদিন ধরে…

30 mins ago

Malda medical college & hospital | তিন বছর আগে ফুরিয়েছে মেয়াদ, লাইসেন্স ছাড়াই চলছে মালদা মেডিকেলের ব্লাড ব্যাংক

সৌরভ ঘোষ, মালদা: রক্তের সরকারি ভাণ্ডারেরই মেয়াদ উত্তীর্ণ। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের (Malda medical…

41 mins ago

Falakata | চোরের গ্যাংয়ে শামিল কলেজ ছাত্র

ফালাকাটা: জটেশ্বর লীলাবতী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কুণাল রায়। তার বাড়ি হেদায়েতনগর এলাকায়। রবিবার রাতে…

52 mins ago

Chandu Champion | পরনে ল্যাঙট, গায়ে কাদা মেখে ছুটছে কার্তিক, প্রকাশ্যে ‘চন্দু চ্যাম্পিয়নের’ প্রথম পোস্টার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরনে ল্যাঙট, পেশিবহুল দেহ, টপ টপ করে ঝরছে ঘাম, রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে…

60 mins ago

This website uses cookies.