উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা অনুপ কুমার। বছর ৩৮-এর এই যুবক বেঙ্গালুরুর এক তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন। সোমবার সকালে বেঙ্গালুরুর আরএমভি এলাকার ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে অনুপ, তাঁর স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের মৃতদেহ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হয়েছেন এই দম্পতি।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের বাসিন্দা অনুপ কাজের সূত্রে বেঙ্গালুরুতে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। সঙ্গে থাকতেন তাঁর স্ত্রী রাখী(৩৫) এবং তাঁদের দুই সন্তান অনুপ্রিয়া (৫) ও প্রিয়াংশ (২)। সোমবার সকালে অন্যান্য দিনের মতোই বাড়ির কাজে এসেছিলেন তাঁদের পরিচারিকা। কিন্তু অনেকক্ষণ ধরে ডাকাডাকির পরেও কোনও সাড়া পাওয়ায় সে খবর দেয় প্রতিবেশীদের। এরপরেই পুলিশে খবর দেওয়া হলে তাঁরা এসে দরজা ভেঙে ৪ জনের দেহ উদ্ধার করে।
সূত্রের খবর, ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, দুই সন্তানকে বিষ খাওয়ানোর পরে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। এই পরিবার সম্পর্কে আরও কিছু তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ওই দম্পতির প্রথম সন্তান অনুপ্রিয়া বিশেষভাবে সক্ষম ছিলেন। তাঁর দেখাশোনার জন্য রাখা হয়েছিল ৩ জন পরিচারক, ছিল রান্নার লোক। সোমবার সকালেই নাকি তাঁদের পুদুচেরি ঘুরতে যাওয়ার কথা ছিল। আর সেইদিনই আশ্চর্যজনকভাবে মিলল পুরো পরিবারের মৃতদেহ। তবে ওই দম্পতিকে দেখে কখনই মনে হত না যে তাঁরা মানসিক অবসাদে রয়েছে, এমনটাই জানিয়েছেন তাঁদের প্রতিবেশীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।