উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ঘন কুয়াশার মধ্যে ট্রাকের সঙ্গে বিলাসবহুল গাড়ির ধাক্কা। ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের। সোমবার মধ্যপ্রদেশের সাগর জেলায় ঘটনাটি ঘটেছে। আহত হয়েছেন আরও ৩ জন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবদনে বলা হয়েছে, এদিন ভোরে সাগর-ছাতরপুর রোড দিয়ে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বিলাসবহুল গাড়ি। রাস্তায় কুয়াশা ছিল যথেষ্ট।
সেই সময় হীরাপুর গ্রামের কাছে একটি ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। আহতদের নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। শাহগড় থানার ইনচার্জ সন্দীপ খারে জানিয়েছেন, হীরাপুর গ্রামের কাছে সাগর-ছাতরপুর রোডে ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে গাড়িটির ৪ যাত্রীর। ৩ জন আহত হয়েছেন। তাঁদের সাগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিলাসবহুল গাড়িটি লোকজনকে তাঁদের কর্মস্থলে নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে।