রাঙ্গালিবাজনা ও ফালাকাটা: আলিপুরদুয়ার জেলার হয়ে রাজ্য হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নিতে সোমবার বর্ধমানের উদ্দেশ্যে রওনা হল দেওগাঁও হাইস্কুলের চার ছাত্রী। তারা হল দিলরুবা খানম, তৃষ্ণা দাস, মোনালিসা হায়াত ও সাগরিকা দেবনাথ। দিলরুবা ও তৃষ্ণা নবম শ্রেণির ছাত্রী। মোনালিসা ও সাগরিকা অষ্টম শ্রেণির পড়ুয়া। মাত্র চার মাসের অনুশীলনেই ওই চারজন আলিপুরদুয়ার জেলা হ্যান্ডবল দলের হয়ে রাজ্যস্তরে খেলার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত দেওগাঁও হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, পড়ুয়া থেকে শুরু করে জেলার ক্রীড়া মহল।
কোভিড পরিস্থিতিতে তখন স্কুল বন্ধ ছিল। গ্রামীণ এলাকার পড়ুয়াদের পড়াশোনায় উদাসীনতা ও মোবাইলে আসক্তি কাটাতে দেওগাঁও হাইস্কুলের মাঠে ফালাকাটা উদয়ন অ্যাকাডেমি ৭০ জন স্কুল পড়ুয়াকে নিয়ে হ্যান্ডবল খেলার অনুশীলন শুরু করে। পড়ুয়াদের এই খেলার প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগী হন স্থানীয় যুবক জিয়ারুল হক। সংশ্লিষ্ট স্কুলের ক্রীড়া শিক্ষক পরিমল বিশ্বাস ও প্রভাষচন্দ্র বর্মনও সব রকমের সহযোগিতার জন্য এগিয়ে আসেন। মাঝেমধ্যে কোচবিহার থেকে হ্যান্ডবলের কোচ সহদেব বিশ্বাস ও মঙ্গলদ্বীপ বর্মন দেওগাঁওয়ে এসে পড়ুয়াদের প্রশিক্ষণ দেন। সম্প্রতি কামাখ্যাগুড়িতে রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য জেলার দল বাছাই করা হলে সেখানে দেওগাঁওয়ের চার ছাত্রী মনোনিত হয়। রাজ্যস্তরে খেলার সুযোগ মেলায় আত্মবিশ্বাসী পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও।