Old Malda | মোবাইল কিনে না দেওয়ায় বাড়ি থেকে পালানোর চেষ্টা! রেলস্টেশন থেকে উদ্ধার ৪ কিশোর

শেষ আপডেট:

মালদা: বাড়ি থেকে মোবাইল কিনে দিতে রাজি হয়নি। তাই চার বন্ধু একসঙ্গে মিলে বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে গিয়ে কাজ করে মোবাইল কেনার সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো গিয়ে পৌঁছেছিল পুরাতন মালদা স্টেশনে (Old Malda)। কিন্তু সেখানে ভয় পেয়ে আরপিএফের সাহায্য চায় ওই কিশোররা। অবশেষে চাইল্ডলাইনের সহায়তায় ওই চার কিশোরকে উদ্ধার করে ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।

রেলওয়ে চাইল্ড লাইনের তরফে বিজন কুমার সাহা জানান, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ওই কিশোরদের। এদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। ইতিমধ্যেই তাদের উদ্ধার করে শারীরিক পরীক্ষা করিয়ে ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।

চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন অম্বরিশ বর্মন বলেন, ‘এদের মোবাইল কেনার ইচ্ছে ছিল। কিন্তু পরিবারের লোকজন মোবাইল কিনে দিচ্ছিল না। তাই দিলি গিয়ে কাজ করে মোবাইল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়েছিল।’ ইতিমধ্যেই চাইল্ডলাইনের তরফে ওই কিশোরদের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এসে উদ্ধার হওয়া কিশোরদের নিয়ে যাবে বলে জানানো হয়েছে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

More like this
Related

Bolder export | সোমবার থেকে ফুলবাড়ি দিয়ে বাংলাদেশে যাবে না ভুটানের ট্রাক, হুঁশিয়ারি ভারতীয় ব্যবসায়ীদের    

ফুলবাড়িঃ সোমবার থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ঢুকতে দেওয়া হবে...

Heroin smuggling | শিলিগুড়ি হয়ে হেরোইন কারবার নেপাল-ভুটানে, নজরে পাব-বার

শিলিগুড়িঃ শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট করে হেরোইন যাচ্ছে ভুটান, নেপালেও!...

Darjeeling | বোর্ড পুনর্গঠন হয়নি, উন্নয়ন থমকে পাহাড়ে

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ২০১৪ সালে রাজ্য সরকার দার্জিলিং পাহাড়ে...