মালদা: বাড়ি থেকে মোবাইল কিনে দিতে রাজি হয়নি। তাই চার বন্ধু একসঙ্গে মিলে বাড়ি থেকে পালিয়ে দিল্লিতে গিয়ে কাজ করে মোবাইল কেনার সিদ্ধান্ত নিয়েছিল। সেই মতো গিয়ে পৌঁছেছিল পুরাতন মালদা স্টেশনে (Old Malda)। কিন্তু সেখানে ভয় পেয়ে আরপিএফের সাহায্য চায় ওই কিশোররা। অবশেষে চাইল্ডলাইনের সহায়তায় ওই চার কিশোরকে উদ্ধার করে ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।
রেলওয়ে চাইল্ড লাইনের তরফে বিজন কুমার সাহা জানান, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ওই কিশোরদের। এদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৫ বছরের মধ্যে। ইতিমধ্যেই তাদের উদ্ধার করে শারীরিক পরীক্ষা করিয়ে ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে।
চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্সন অম্বরিশ বর্মন বলেন, ‘এদের মোবাইল কেনার ইচ্ছে ছিল। কিন্তু পরিবারের লোকজন মোবাইল কিনে দিচ্ছিল না। তাই দিলি গিয়ে কাজ করে মোবাইল কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়েছিল।’ ইতিমধ্যেই চাইল্ডলাইনের তরফে ওই কিশোরদের পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন এসে উদ্ধার হওয়া কিশোরদের নিয়ে যাবে বলে জানানো হয়েছে।