উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লাহোরের জামান পার্কের ইমরান খানের বাড়িতে আশ্রয় নিয়েছে অন্তত ৩০-৪০জন জঙ্গি। এমনই অভিযোগ পাক সরকারের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের অন্তর্বর্তী পঞ্জাব সরকার তেহরিক ই ইনসাফের নেতা তথা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে এজন্য ২৪ ঘণ্টা সময় দিয়েছে, যাতে আশ্রিত জঙ্গিদের তুলে দেওয়া হয় পুলিশের হাতে। সেকারণে এই ডেডলাইন। লাহোরের জামান পার্কের বাড়িতে ওই জঙ্গিরা আশ্রয় নিয়েছে বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানের ভারপ্রাপ্ত মন্ত্রী আমির মীর জানিয়েছেন, ইমরানের বাড়িতে আশ্রিত ওই জঙ্গিদের পুলিশের হাতে তুলে দেওয়া দরকার নাহলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। গোয়ান্দাদের দেওয়া যে রিপোর্ট এসেছে তা অত্যন্ত উদ্বেগের। আমির মীরের দাবি, গোয়েন্দা এজেন্সি নিশ্চিত করেছে ৩০-৪০জন জঙ্গি ইমরানের বাড়িতে ঘাঁটি গেড়েছে। ইমরান পরিকল্পনা নিয়েছিলেন গ্রেপ্তারের আগে পরিকল্পিতভাবে হামলা চালানো হবে সেনার উপর।
প্রসঙ্গত, সম্প্রতি ইমরানকে গ্রেপ্তার করার পরে গোটা পাকিস্তান জুড়ে একেবারে তুমুল অশান্তি দানা বাঁধে। একের পর এক জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়। অশান্তি থামাতে হিমসিম খায় পুলিশ। ইমরানের সঙ্গী একাধিকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
এবার ইমরানের বিরুদ্ধে আরও বড় অভিযোগ আনলো পাক সরকার। তার বাড়িতেই নাকি আশ্রয় দেওয়া হয়েছে জঙ্গিদের। এদিকে এই দাবিকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এমনকী ২৪ ঘণ্টার মধ্যে যাতে ওই জঙ্গিদের পুলিশের হাতে তুলে দেওয়া করা হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখার।