উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বন্ধ হয়ে যাচ্ছে ত্রিপুরার (Tripura) ঐতিহ্যবাহী দুর্গাপুজো (Durga Puja)। দীর্ঘ ৪৪ বছর ধরে ত্রিপুরার গন্ডাছড়ার বিস্তীর্ণ এলাকায় পুজো হয়ে আসছিল। কিন্তু এবারে সাম্প্রদায়িক সংঘর্ষে বিধ্বস্ত গোটা এলাকা। বাঙালিরা এখন রয়েছেন শরণার্থী শিবিরে।
প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকে গন্ডাছড়ায় (Gandacherra) দুর্গাপুজো হয়ে আসছে। সাম্প্রদায়িক হিংসা, প্রাকৃতিক দুর্যোগ সমস্ত সমস্যার সঙ্গে লড়াই করেই এতবছর ধরে দুর্গাপুজো হত। কিন্তু এবার এলাকার ২২টি পুজো উদ্যোক্তাদের কেউই উৎসবে শামিল হতে চাইছেন না। দফায় দফায় মিটিং করেও কোনও সুরাহা মেলেনি। কারণ হিসেবে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, গত ১২ জুলাই গোষ্ঠী সংঘর্ষের জেরে ঘরছাড়া হয়েছেন প্রায় ২০০ বাঙালি পরিবার। কমপক্ষে ৪৩৭ জন এখনও ত্রাণ শিবিরে রয়েছেন। এই পরিস্থিতিতে পুজোর আনন্দে গা ভাসাতে চাইছেন না তাঁরা। তাই এই সিদ্ধান্ত। গন্ডাছড়ার একাধিক ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, বিনা অপরাধে সর্বস্ব খুইয়ে ত্রাণ শিবিরে রয়েছেন এতগুলো মানুষ। এই দুঃখের আবহে পুজোর আনন্দের কোনও মনোভাব নেই উদ্যোক্তাদের মধ্যে। তাছাড়া বন্যার ধ্বংসলীলা তো রয়েছেই।
এদিকে পুজো উদ্যোক্তাদের এই সিদ্ধান্তের খারাপ প্রভাব পড়েছে ব্যবসায়। কারণ পুজো হবে না বলে জমছে না পুজোর বাজারও। তাই লাভের মুখ দেখছেন না ব্যবসায়ীরাও। যদিও এদিকে মহকুমা শাসক ও জেলা প্রশাসন পুজোর না হওয়ার বিষয়টি স্বীকার করতে চাইছেন না। তবে জানা গিয়েছে, উদ্যোক্তাদের পুজোমুখী করতে আর্থিক অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছিল প্রশাসন। কিন্তু তাতেও পুজো করতে রাজি হননি উদ্যোক্তারা।