উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আগুনে ঝলসে গিয়েছিল যাত্রীদের শরীর। এমনকি দেহ পর্যন্ত শনাক্ত করা যায়নি বহু যাত্রীর। এমত অবস্থায় ডিএনএ টেস্টের মাধ্যমে অবশেষে শনাক্ত করা গেল ৪৭ জন যাত্রীর দেহ। এর মধ্যে ২৫ টি দেহ ইতিমধ্যেই তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাকি যাত্রীদের পরিজনেরা এখনও এই অপেক্ষায় আছেন যে, কতক্ষণে তাঁদের প্রিয়জনদের দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, ডিএনএ টেস্টের মাধ্যমে জরুরী ভিত্তিতে এই দেহ শনাক্তকরণের কাজ চলছে গুজরাতের ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি(FSL) এবং দেশের ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। এই প্রসঙ্গে এফএসএলের ডিরেক্টর এইচপি সাঙ্ঘভি জানান, দুর্ঘটনার দরুন প্রচন্ড উত্তাপে নিহতদের দেহ এত বাজেভাবে পুড়ে গিয়েছে যে ফরেনসিক পরীক্ষা ছাড়া আর কোনও প্রথাগত উপায়ে এই দেহগুলিকে শনাক্ত করা সম্ভব নয়। এই প্রসঙ্গে রবিবার সন্ধ্যায় গুজরাতের স্বাস্থমন্ত্রী রুষিকেশ প্যাটেল জানান, এখনও পর্যন্ত ৪৭ জনের দেহ ডিএনএ পরীক্ষায় শনাক্ত করা গিয়েছে। মৃতের মোট সংখ্যা ২৭৪ বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, ওই অভিশপ্ত এআই ১৭১ বিমানে থাকা গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহও এদিন ডিএনএ পরীক্ষার মাধ্যমেই শনাক্ত করা হয়।