আসানসোল: আসানসোলের রানিগঞ্জ থানার পাঞ্জাবিমোড় ফাঁড়ি সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়ক ও ২ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী আমড়াসোঁতা মোড় এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালাল রানিগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে চালানো এই অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করে তাদের সঙ্গে থাকা গাড়ি থেকে ২৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতরা হল ঝাড়খণ্ডের ধানবাদের থানেশ্বরের বাবলু কুমার, ধানবাদের ঝড়িয়ার মুন্না গুপ্তা ওরফে রাকেশ, রানিগঞ্জ থানার জেকে নগরের মনোজ প্রসাদ, মিন্টু প্রসাদ ও মহেন্দ্র ভগৎ। গাঁজা সমেত গাড়িটি আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক করা গাঁজার বাজারমূল্য লক্ষাধিক টাকা। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, গাঁজাগুলি পাচার করার জন্য ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল। এর পেছনে আন্তঃরাজ্য পাচার চক্র রয়েছে। সেই চক্রে আর কারা আছে, তা জানতেই ধৃতদের মধ্যে একজনকে শুক্রবার আসানসোল জেলা আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: টাকা চুরি করে ব্যাংকে আগুন, গ্রেপ্তার চতুর্থ শ্রেণির কর্মী