বিজাপুর: মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে আহত হলেন পাঁচ সিআরপিএফ জওয়ান। রবিবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুর জেলায়। আহত জওয়ানদের রায়পুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মোতাবেক, সিআরপিএফের ১৫৩ ব্যাটালিয়নের জওয়ানরা টহল দিচ্ছিলেন। সেই সময় তাঁরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দেখতে পান। সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন জওয়ানরা। তখনই আইইডি বিস্ফোরণ হয়।
এতে একজন অফিসার সহ পাঁচজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন। তাঁদের মুখ, চোখ এবং পেটে আঘাত লেগেছে। আহতদের নাম বৈদ্য সংকেত দেবীদাস, সঞ্জয় কুমার, বি পবন কল্যাণ, লোচন মাহাতো এবং রাজেন্দ্র আশ্রুবা। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বিজাপুর থেকে রায়পুরে স্থানান্তরিত করা হয়েছে। সিআরপিএফের তরফে জানানো হয়েছে, মাওবাদীরা নাশকতার উদ্দেশ্যে আইইডি রেখেছিল। এদিন ঘটনার পর এলাকায় আরও বাহিনী মোতায়েন করা হয়েছে। মাওবাদীদের খোঁজে তল্লাশি চলছে।