রাঁচি: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। গাছে গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৫ জনের। আহত দুই শিশু সহ আরও ৫ জন। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের গিরিডিতে।
জানা গিয়েছে, টিকোদির এক বিয়েবাড়ি থেকে ফিরছিল গাড়িটি। ভোরবেলা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি বাঘমারা গ্রামে একটি গাছে ধাক্কা মারে। গাড়িটির গতি খুব বেশি থাকায় তা একেবারে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করে। পাঁচজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গিরিডির এসডিপিও অনিল সিং জানান, গাড়ির চালক পলাতক। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।