সোমবার, ২৪ মার্চ, ২০২৫

Malda | ঝাড়খণ্ড থেকে অস্ত্র এনে মালদায় ছড়িয়ে দেওয়ার ছক! উদ্ধার ৫ টি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ১

শেষ আপডেট:

মালদা: আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্রের পর্দা ফাঁস করল মালদা পুলিশ। উদ্ধার করা হল একাধিক আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে মালদার (Malda) বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতের হেপাজত থেকে ৫টি ৭ এমএম পিস্তল সহ ১০টি খালি কার্তুজ উদ্ধার হয়েছে। এছাড়াও একটি ঝাড়খণ্ড নম্বরের মোটর সাইকেলও উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম রাহেল রাণা। কলকাতা পুলিশের এসটিএফ সূত্রে খবর পেয়ে পুলিশ বৈষ্ণবনগরে জিরো পয়েন্ট এলাকায় নাকা চেকিং শুরু করে। সেখান থেকেই ধরা পড়ে অভিযুক্ত। ধৃত রাহেলের বাড়ি বৈষ্ণবনগর থানারই মোহনপুর গ্রামে। তবে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় ধৃতের আরও একটি ঠিকানার হদিস পেয়েছে পুলিশ। পুলিশকে জেরায় আন্তঃরাজ্য অপরাধচক্র ও অস্ত্রপাচার নিয়ে ধৃত অভিযুক্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের (Jharkhand) সাহেবগঞ্জ জেলার শ্রীঘর এলাকা থেকে অস্ত্র এনে কালিয়াচক এলাকায় স্থানীয় লিংকম্যানদের কাছে পৌঁছে দেওয়া হত।

পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, ধৃত রাহেল রানার বৈষ্ণবনগরে বাড়ি রয়েছে। তবে বিয়ের পর সে সাহেবগঞ্জে থাকত। মালদার এক কারবারির জন্য রাহেল ঝাড়খণ্ড থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসেছিল। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, ২ লক্ষ টাকার বিনিময়ে ৫টি অত্যাধুনিক ৭ মিলিমিটার পিস্তল ও ১০টি খালি ম্যাগাজিন আনা হয়েছিল। যার কাছ থেকে অস্ত্রগুলি আনা হয়েছিল, আর যাকে দেওয়ার কথা ছিল পুলিশ তাদের নাম জানতে পেরেছে। ধৃতকে ৮ দিনের পুলিশি হেপাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

জেরায় জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র বিহারের মুঙ্গেরে তৈরি হয়েছিল।. সেখান থেকে আগ্নেয়াস্ত্রগুলি ঝাড়খণ্ড হয়ে মালদায় নিয়ে আসা হচ্ছিল। চলতি বছরে এখনও পর্যন্ত আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় ১৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২৫টি আগ্নেয়াস্ত্র ও ৩২টি তাজা কার্তুজ সহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Dance Bangla Dance | উনিশবিশার ঋদ্ধির নাচে মুগ্ধ মিঠুন, শিরোপা জয়ের আশায় বুক বেঁধেছে গ্রামবাসী

ঘোকসাডাঙ্গা: ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাঁপাচ্ছেন উত্তরবঙ্গের একাঝাঁক নৃত্য...

Raiganj | উপপ্রধান সহ বিজেপির ৮ গ্রাম পঞ্চায়েত সদস্য গেলেন তৃণমূল কংগ্রেসে, তবুও বোর্ড বিজেপির দখলে!

রায়গঞ্জ: উপপ্রধান সহ বিজেপির ৮ গ্রাম পঞ্চায়েত সদস্য রবিবার...

Kishanganj murder | নেশার টাকা না পাওয়ায় ক্ষোভ! বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করল ছেলে   

কিশনগঞ্জ: নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত অবস্থায় বাবাকে লাঠি...

Harishchandrapur | তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারের দাবি! চটি হাতে রাস্তায় নামলেন শয়ে শয়ে মহিলা

হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের কিষান সেলের রাজ্য কমিটির নেত্রী সালমি খাতুনকে...