ডালখোলা: ভোরবেলায় ভয়াবহ আগুনে ভস্মীভূত হল তিনটি পরিবারের পাঁচটি ঘর। প্রচুর ক্ষয়ক্ষতি সহ আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি গবাদি পশুও। শনিবার ঘটনাটি ঘটে ডালখোলা পুরসভার দুই নং ওয়ার্ডের হরিপুর এলাকায়। অগ্নিকাণ্ডে হরিপুরের বাসিন্দা এনামুল হক, বিবি নাসেমুন ও রাশেদা বিবির পাঁচটি ঘর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। বাড়িতে থাকা গবাদি পশুর ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলকে খবর দেওয়া হলেও রাস্তা ছোট হওয়ার কারণে দমকল ঘটনাস্থলে পৌঁছোতে দেরি করে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ডালখোলা থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এনামুল হক জানান, এদিন ভোরে হঠাৎই শোওয়ার ঘরের এক পাশে আগুন দেখতে পান তিনি। বাইরে বেরিয়ে দেখতে পান বাড়ির পাশে থাকা বিদ্যুতের খুঁটির তার থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয়দের প্রচেষ্টায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু ততক্ষণে সর্বস্ব আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে খবর চাউর হতেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডালখোলা পুরসভার চেয়ারপার্সন তনয় দে। তনয়বাবু জানান, পুরসভা থেকে পরিবারগুলির হাতে প্রাথমিকভাবে খাদ্যসামগ্রী, শীতবস্ত্র সহ জামাকাপড় তুলে দেওয়ার পাশাপাশি রাতে থাকার ব্যবস্থা করা হবে। আগামীতে তাঁদের ঘরগুলো পাকা করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে যুব তৃণমূল কংগ্রেসের ডালখোলা শহর সভাপতি রাকেশ সরকার দুর্গতদের হাতে খাদ্যসামগ্রী ও কিছু শীতবস্ত্র তুলে দেন।
লোকসভা ভোটের কথা ভেবেই কি কংগ্রেসের গুরুত্ব আঞ্চলিক দলগুলিকে?
ডিজিটাল ডেস্ক : ২৪ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্ব একাধিক পদক্ষেপ নিতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর,...
Read more