ইম্ফল: মণিপুরের জিরিবাম জেলায় নতুন করে হিংসায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার পুলিশ জানিয়েছে, জিরিবাম জেলায় দুটি গোষ্ঠীর মধ্যে গুলির লড়াইয়ে চারজন নিহত হন। অন্য এক ব্যক্তি ঘুমের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, জিরিবাম সদর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে ওই ব্যক্তির বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে জঙ্গিরা।
অন্যদিকে, বিষ্ণুপুরে জঙ্গিদের রকেট হামলায় একজন নিহত হয়েছেন। আহত হন ৬ জন। এরপর শুক্রবার চুড়াচাঁদপুর জেলার মুয়ালসাং এবং লাইকা মুয়ালসাউ গ্রামে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের তিনটি বাংকার ধ্বংস করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে। হেলকপ্টারও মোতায়েন করা হয়েছে। তাতে চেপে জওয়ানরা টহল দিচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে ইতিমধ্যে জেলা পুলিশ ও প্রশাসনের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজরেও আনা হয়েছে।