মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

Los Angeles | নতুন করে দাবানলের গ্রাসে লস অ্যাঞ্জেলেস! ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দাবানলের গ্রাসে পুড়ে ছাই হয়েছে লস অ্যাঞ্জেলেসের (Los Angeles) বহু বাড়িঘর। সেই রেশ এখনও কাটেনি। এবার ফের নতুন করে দাবানল শুরু হয়েছে লস অ্যাঞ্জেলেসে (New Wildfire Erupts)। বুধবার লস অ্যাঞ্জেলেসের উত্তরের এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। শহরের কাস্টাইক হ্রদ (Castaic Lake) সংলগ্ন পাহাড়ি ঢালগুলিকে গ্রাস করে ফেলেছে আগুন। ইতিমধ্যেই এলাকার প্রায় ৫০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে (Evacuation)।

সূত্রের খবর, লস অ্যাঞ্জেলেসের প্রায় ৩৫ মাইল উত্তরে এবং সান্তা ক্লারিটা শহরের কাছে অবস্থিত কাস্টাইক হ্রদ। এই হ্রদের আশপাশে অনেকে বসবাস করেন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ৯ হাজারেরও একরেরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে দাবানল। শুষ্ক এবং দমকা বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে চারিদিকে। নতুন করে দাবানল শুরু হওয়ার পরই বাসিন্দারা জরুরি সতর্কতা পেয়েছেন। ইতিমধ্যেই কাস্টাইকের পিচেস জেলের প্রায় ৫০০ বন্দিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই এলাকার অন্যান্য জেলগুলিতে প্রায় ৪,৬০০ বন্দি রয়েছে। পরিস্থিতি খারাপ হলে বাকি বন্দিদেরও অন্যত্র স্থানান্তর করা হবে। সে জন্য প্রস্তুত রাখা হয়েছে বাস। দাবানলের জেরে ওয়েস্ট কোস্ট এলাকায় মূল সড়কের একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, চলতি মাসে ভয়াবহ দাবানলের জেরে কার্যত ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেসের বহু এলাকা। ঘটনায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে অন্তত ২৪ জন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পালিসেডস এবং ইয়াটন। ঘরছাড়া হয়েছেন প্রায় লক্ষাধিক মানুষ।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Nagpur Violence | ঔরঙ্গজেবের সমাধি ইস্যুতে সংঘর্ষ নাগপুরে, আহত ২০, আটক অন্তত ৫০

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : মোগল সম্রাটের ঔরঙ্গজেবের সমাধি...

DHR | আট দশক পর ডিএইচআর-এ ফিরছে টার্নটেবিল, মাঝপথে ঘুরবে কোচের অভিমুখ

সানি সরকার, শিলিগুড়ি : ঐতিহ্য ফিরছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে-তে।...

Harimadhav Mukhopadhyay | প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক হরিমাধব মুখোপাধ্যায়  

বালুরঘাটঃ প্রয়াত হলেন উত্তরবঙ্গের স্বতন্ত্র নাট্যভাষার ধারক ও বাহক...

Forest Fire | দাউ দাউ আগুনে জ্বলছে পাহাড়ের বিস্তীর্ণ বনভূমি, বন্যপ্রাণের ক্ষতির আশঙ্কা

দার্জিলিং: জ্বলে পুড়ে খাক দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া...