হরিশ্চন্দ্রপুর: প্রতিবেশীর বাড়ির গোয়াল ঘর থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ছয়টি পরিবারের সর্বস্ব। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাকির হোসেনের গোয়াল ঘর থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ছয়টি বাড়িতে। কোনওভাবে বাড়ির লোকেরা ঘর থেকে বেরিয়ে যায়। প্রাথমিকভাবে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন। তারপর তুলসিহাটা দমকলকেন্দ্র থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় নগদ টাকা, মোটরসাইকেল, আসবাবপত্র সহ বাড়িতে মজুত খাদ্যসামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিদগ্ধ হয়েছে গরু, ছাগল, মুরগি, হাঁসও। ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা গিয়েছে, আগুন নেভাতে গিয়ে জখম হয়েছেন এক ব্যক্তি। তিনি বর্তমানে চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব হারিয়ে সরকারি সাহায্যের দাবি তুলেছেন ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের সদস্যরা। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে যান হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন। তিনি বলেন, ‘ছয়টি পরিবারের সর্বস্ব হারিয়েছে। বিডিওর সঙ্গে কথা বলে সমস্ত রকম সহযোগিতা করব।’
আরও পড়ুন : শরীরে একাধিক রোগ, যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী কৃষক!