অশোক মণ্ডল, দুবরাজপুর: বৃহস্পতিবার বিকেলে বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানা এলাকার ফরিদপুরে প্রথমবার প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে তৈরি হল সাড়ে ৬ কিলোমিটার রাস্তা। এই ঘটনা রাজনগরের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা বলে জানিয়েছেন উদ্বোধক বীরভূম জেলা শাসক বিধান রায়। জেলায় প্রথমবার প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে তার সঙ্গে গরম পিচ ও পাথর ভালোভাবে মিশিয়ে বিজ্ঞানসম্মত উপায়েই রাস্তা ৈতরি করা হয়েছে বলে জানালেন জেলা শাসক। চন্দ্রপুর-কামারকুণ্ডু রাস্তাটি নির্মাণের খরচ হয়েছে সাড়ে চার কোটি টাকা।
বছর চারেক আগে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কাঁকড়তলা থানার কদমডাঙ্গা যখন আদর্শ গ্রাম হিসেবে ঘোিষত হয়, তখন বর্তমান জেলাশাসক বিধান রায় ছিলেন অতিরিক্ত জেলাশাসকের দায়িত্বে। সে সময় তিনি পরিকল্পনা করেছিলেন কদমডাঙ্গা গ্রামের শিক্ষক আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে বর্জ্য প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরির। সে সময় পরিকল্পনা বাস্তবায়িত না হলেও বর্তমান জেলাশাসক হিসেবে তিনি সেই পরিকল্পনার বাস্তব রূপ দিলেন। উদ্বোধন হল সাড়ে ৬ কিলোমিটার প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি রাস্তা। এদিন রাস্তা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা, রাজনগর ব্লকের বিডিও শুভাশিস চক্রবর্তী প্রমুখ।