কলকাতা : কলকাতায় ৬ মাসের এক শিশু হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপিভিতে আক্রান্ত হয়েছে। সূত্রের খবর, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন। শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। চিকিৎসকরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছেন।
এদিকে, বেঙ্গালুরুতে (Bengaluru) আট ও তিন মাস বয়সি দুই শিশু এইচএমপিভিতে আক্রান্ত বলে সোমবার সকালে খবর মিলেছে। আহমেদাবাদেও (Ahmedabad) দুই মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে (HMPV Cases)। এদিন সকালে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এইচএমপিভির সংক্রমণ হলেও সেটি চিনা ভ্যারিয়েন্ট নয়। ফলে আতঙ্কের কোনও কারণ নেই। তাছাড়া আক্রান্ত শিশুরা সম্প্রতি কোনও বিদেশ যাত্রাও করেনি বলে জানা গিয়েছে। ফলে অন্য কোনও দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই।
এইচএমপিভিতে আক্রান্তের খোঁজ পাওয়া গেলেও এনিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তাঁরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।