শিলিগুড়ি: ভয়াবহ দুর্ঘটনা ১০ নম্বর জাতীয় সড়কে (Bus Accident)। শনিবার দুপুরে রংপোতে (Rangpo) অটল সেতুর কাছে খাদে উলটে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল বাসটি। পাহাড়ি পথে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ রাখতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার এক পর্যটক সহ ৬ জনের। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে সিংতাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। কালিম্পংয়ের জেলা পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডা বলেন, ‘৬ জনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’ হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।