ইম্ফল: মণিপুরে হিংসায় এখন পর্যন্ত ৬০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। কমপক্ষে ১৭০০ বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গত বুধবার থেকে উত্তর-পূর্বের এই রাজ্যটিতে অশান্ত ছড়িয়েছে। জারি হয়েছে কার্ফিও। বন্ধ ইন্টারনেট পরিষেবা। কিন্তু তাতে হিংসা একেবারে দমন করা যায়নি। রাজ্যের পরিস্থিতি নিয়ে এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি সকলের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।
বীরেন সিং বলেছেন, ‘হিংসায় এখনও পর্যন্ত ৬০ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৩১ জন। কমপক্ষে ১৭০০টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমি রাজ্যবাসীর কাছে শান্তি বজায় রাখার আর্জি জানাচ্ছি।’ মণিপুরের এই পরিস্থিতির জন্য যাঁরা দায়ী, তাঁদের রেয়াত করা হবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। দোষীদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে হিংসা নিয়ন্ত্রণে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার ভূমিকার প্রশংসা করে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন বীরেন।