ওয়াগাডায়গোও: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাঁসোয় (Burkina Faso) ভয়াবহ গণহত্যা চালিয়েছে আল কায়দা প্রভাবিত জামিয়াত নুসরত আল-ইসলাম ওয়াল-মুসলিম (JNIM)-এর জঙ্গিরা। গত অগাস্টের ঘটনা। সম্প্রতি সেই খবর প্রকাশ্যে এসেছে। শুক্রবার প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ২৪ অগাস্ট বারসালঘো শহরে হামলা চালায় শতাধিক জেএনআইএম জঙ্গি। তাদের এলোপাতাড়ি গুলিতে বহু মানুষের মৃত্যু হয়। ৬০০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে বহু মহিলা ও শিশু রয়েছে। ২০১৫-য় মালিতে ব্যাপক গণহত্যা চালিয়েছিল আইএস এবং আল কায়দা মদতপুষ্ট জঙ্গিরা। তারপর এত বড় হত্যাকাণ্ড ঘটেনি আফ্রিকায়।
বারসালঘোর স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সেনাবাহিনীর জন্য শহরের বাইরে পরিখা খননের কাজ চলছিল। সেই সময় হামলা চালায় জঙ্গিরা। সাধারণ মানুষের পাশাপাশি সরকারি বাহিনীর বহু সদস্য প্রাণ হারিয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সারা দিন ধরে জঙ্গিরা গণহত্যা চালিয়েছিল। শহর জুড়ে মৃতদেহ ছড়িয়েছিল। সেগুলি সংগ্রহ করে কবর দিতে ৩ দিন সময় লেগেছে।