উত্তরবঙ্গ

বীরপাড়ায় বাস টার্মিনাসের হাল ফেরাতে ৬৮ লক্ষ বরাদ্দ

বীরপাড়া: ফিরতে চলেছে বীরপাড়ার বীর বিরসা মুন্ডা কেন্দ্রীয় বাস টার্মিনাসের হাল। টার্মিনাসের রাস্তা ও অন্যান্য পরিকাঠামো গড়তে ৬৭ লক্ষ ৯৩ হাজার ৪৬৪ টাকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে রাস্তা তৈরিতে রাস্তাশ্রী প্রকল্পে ৩২ লক্ষ ২ হাজার ৬৩১ টাকা খরচ করবে মাদারিহাট বীরপাড়া ব্লক প্রশাসন। বাকি পরিকাঠামো গড়তে অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের ৩৫ লক্ষ ৯০ হাজার ৮৩৩ টাকা খরচ করবে আলিপুরদুয়ার জেলা পরিষদ। ব্লক প্রশাসনের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে ৩ ফেব্রুয়ারি। জেলা পরিষদের টেন্ডার প্রক্রিয়া শেষ হবে ১৭ ফেব্রুয়ারি।

টার্মিনাসটির বেহাল দশায় ভোগান্তির শিকার হাজার হাজার মানুষ। ক্ষুব্ধ বাস মালিক, পরিবহণকর্মীরা। টার্মিনাস গড়ার কাজ শুরু হয়েছিল ২০০৮ সালে। উদ্বোধন হয় ২০১৬ সালে। তবে ততদিনে পরিকাঠামো যথেষ্ঠ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বর্তমানে সীমানা প্রাচীরের বিরাট অংশ ভাঙা। গোটা টার্মিনাস এবড়োখেবড়ো। দিনভর ধুলো ওড়ে। রাতে আলোর ব্যবস্থা নেই। নেই নিরাপত্তা। যাত্রীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ২টি রাস্তার একটির সিংহভাগই বেদখল হয়ে গিয়েছে। আরেকটি বেহাল। ফলে বেসরকারি বাসের একাংশ এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসগুলি ওই টার্মিনাসে ঢোকেই না। মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য শিউলি চক্রবর্তী বলেন, ‘টার্মিনাসের বেহাল দশা নিয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছিলাম। অবশেষে হাঁফ ছেড়েছি।’

টার্মিনাসের হাল ফেরানোর দাবিতে বাস মালিক সংগঠন বীরপাড়া ডুয়ার্স মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন একাধিকবার আন্দোলন করে। ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর থেকে তিনদিন টার্মিনাসে বাস ঢোকানো বন্ধ করে আন্দোলন করেছিলেন বাস মালিক ও কর্মীরা। লাভ হয়নি। গত বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে সংগঠনটি ঘোষণা করে, ১ জানুয়ারি থেকে ফের টার্মিনাসটি বয়কট করা হবে। টনক নড়ে জনপ্রতিনিধিদের। পঞ্চায়েত সমিতির সভাপতি আশা বমজান ১ মাস সময় চেয়ে নেন সংগঠনের কাছে। ৩০ ডিসেম্বর বয়কট মুলতুবি ঘোষণা করে সংগঠন। ব্লক প্রশাসনও ১৫ দিনের মাথায় টেন্ডার করে।

বাসচালক কৈলাস সাহা বলেন, ‘অনেক ভুগেছি। আশা করছি এবার সমস্যা মিটবে।’ ছোট গাড়ির চালক বরুণ সরকারের কথায়, ‘গোটা টার্মিনাসটিই ঢেলে সাজানো দরকার। তবে টেন্ডারের খবরে আশার আলো দেখছি।’ এদিকে আরেক ছোট গাড়ির চালক তাপস বণিক বলেন, ‘বাস টার্মিনাসটি ট্রাকের দখলে চলে গিয়েছে। আগে ট্রাকগুলিকে সরাতে পদক্ষেপ করা উচিত। এছাড়া কাজ শুরু হলে কাজের গুণমান দেখেই মন্তব্য করব।’

পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সাজিদ আলমের কথায়, ‘টার্মিনাসের হাল ফেরানো একটা বড় চ্যালেঞ্জ। বেদখল হওয়া রাস্তাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি।’

বাস মালিকদের সংগঠনটির সভাপতি মোতি খান বলেন, ‘আমরা প্রথমেই রাস্তাটি দখলমুক্ত করার কথা বলেছি। দখলমুক্ত করার পরই পরবর্তী ধাপের কাজ হোক, এটাই আমাদের দাবি।’

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Seikh Hasina | ‘জলচুক্তি নিয়ে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম’, ঢাকায় ফিরে বললেন হাসিনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিতে মমতার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। উনি দিল্লিতে না থাকায় কথা…

8 hours ago

Lok Sabha | মল্লিকার্জুনের বাড়িতে বৈঠকে সুদীপ-কল্যাণ, স্পিকার পদে কংগ্রেসের সুরেশকেই সমর্থণ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সোমবার সকালে কেরলের সাংসদ কে জে সুরেশকে স্পিকার পদের জন্য প্রার্থী…

9 hours ago

CFL 2024 | গোলের বন্যা কলকাতা ফুটবল লিগে! উয়াড়িকে ৬-০ তে উড়িয়ে দিল মহমেডান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গোলের বন্যা বয়ে গেল কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে। উয়াড়ি অ্যাথলেটিক ক্লাবকে…

9 hours ago

Durgapur | বোনকে বাইকে স্টেশনে পৌঁছে দিতে যাওয়াই হল কাল, ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দাদার

দুর্গাপুরঃ জাতীয় সড়ক এখন যেন মৃত্যু ফাঁদ। নিত্যদিন এই সড়কে  দুর্ঘটনা লেগেই আছে। মাঝেমধ্যেই ঘটছে…

10 hours ago

Rahul Gandhi | জল্পনার অবসান, লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় বিরোধী দলনেতা (Opposition leader) হচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul…

10 hours ago

Uttarpradesh| বিরিয়ানিতে নেই চিকেন লেগপিস! বরপক্ষ-কনেপক্ষের মারপিটে উত্তাল হল বিয়েবাড়ি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিরিয়ানিতে নেই কেন চিকেন লেগপিস, তা নিয়েই ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল…

10 hours ago

This website uses cookies.