চালসা: ফের চা বাগানে হাতির হামলায় ভাঙল ৭টি ঘর (Elephant Attack)। এমনকি ঘর ভেঙে মজুত খাদ্যদ্রব্যও সাবাড় করেছে হাতিটি। নষ্ট করে আসবাবপত্রও। ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের কিলকোট চা বাগানের (Kilkote Tea Garden) কোঠি লাইনে। এরপরই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ওই এলাকায়।
জানা গিয়েছে, বুধবার রাত ২টা নাগাদ ওই এলাকা সংলগ্ন চাপড়ামারি জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে একটি হাতি চলে আসে কিলকোট চা বাগানে। এরপরই একাধিক বাসিন্দার ঘর ভেঙে দেয় হাতিটি। প্রায় ঘণ্টা দুয়েক পর স্থানীয়দের চিৎকারে হাতিটি ওই এলাকা থেকে চলে যায়। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় হাতির হানা রুখতে বন দপ্তরের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। রাতে ওই এলাকায় বন দপ্তরের নিয়মিত টহলদারির পাশাপাশি ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন তাঁরা। এদিকে খবর পেয়েই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে বন দপ্তর সূত্রে।