রায়গঞ্জ: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন সাতজন। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর এলাকায়। স্থানীয়রা জখমদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, জখমদের নাম মল্লিকা খাতুন (২৫), হামিদুর রহমান (৩১), নুরজাহান বেওয়া (৬৫), তৈবা বেগম (৭০), সুরাইয়া বেগম (৫০), সাইমা খাতুন (২১) ও রিয়াজ রহমান (২)। এদের মধ্যে চারজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মালদার পীরের মাজারে গিয়ে চাদর চড়িয়ে একটি ব্যক্তিগত চারচাকা গাড়িতে বাড়ি ফিরছিলেন তাঁরা। ইটাহার পার করে দুর্গাপুর ভেন্ডাবাড়ির কাছে ১২ নম্বর জাতীয় সড়কে একটি টোটোকে বাঁচাতে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে ইটাহার থানার পুলিশ। পুলিশ সুপার মহম্মদ সানা আখতার জানান, একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।
আরও পড়ুন : ফেসবুকে লাইভ করে আত্মঘাতী উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী! গ্রেপ্তার ১