Saturday, May 4, 2024
HomeBreaking NewsSSC Recruitment verdict | আদালত সম্পর্কে 'অবমাননাকর' মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা দায়ের...

SSC Recruitment verdict | আদালত সম্পর্কে ‘অবমাননাকর’ মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা দায়ের হাইকোর্টে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসএসসি(SSC) নিয়োগ দুর্নীতি মামলায় রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের (Chief Justice T. S. Sivagnanam) নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন বিকাশ।

এদিন বিকাশ বলেন, ‘মুখ্যমন্ত্রী বলছেন, আদালত বিক্রি হয়ে গিয়েছে। বিচারপতির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। বিচারপতিরা নিজের বিচারবুদ্ধি দিয়ে কাজ করেন। কিন্তু গোটা হাইকোর্ট বিক্রি হয়ে গিয়েছে, এমন মন্তব্য কেন? আদালতের সম্মানহানি হচ্ছে। এই বিষয়ে পদক্ষেপ করা না হলে সবাই আদালতকে দেখে হাসাহাসি করবে।‘ প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে হলফনামা দিতে হবে। জানা গিয়েছে, আজ দুপুর ২টায় বিকাশের আবেদনের শুনানি হবে।

প্রসঙ্গত, সোমবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। যার ফলে মোট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল হয়। সেই রায়ের সূত্রেই বুধবার কলকাতা হাইকোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে মমতা বলেন, ‘এরা কোর্ট কিনে নিয়েছে, আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না। সিবিআইকে কিনে নিয়েছে, বিএসএফকে কিনে নিয়েছে!’

আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পাশাপাশি বিজেপি (BJP) নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিও কোলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mamata Banerjee | ‘সন্দেশখালি নিয়ে ভালো নাটক করেছে’, বিজেপিকে বিঁধলেন মমতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিডিটাল ডেস্ক: ‘সন্দেশখালি নিয়ে ভালো নাটক করেছে’, এভাবেই বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নদিয়ার চাকদা দলীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। মমতা...

IILS | আইআইএলএসে দু’দিনের কর্মশালা, হাজির প্রতিবেশী দেশের বিচারপতিরা

0
শিলিগুড়ি: ডিসপ্লেসমেন্ট অফ জাস্টিস-এর (Displacement of Justice) ওপর দু’দিনের কর্মশালার আয়োজন করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগ্যাল স্টাডিজ (IILS)। শনিবার কলেজের সেমিনার কক্ষে আন্তর্জাতিক এই...

Arvinder Singh Lovely | দিল্লি কংগ্রেস সভাপতির পদ ছেড়েছিলেন, এবার বিজেপিতে যোগ লাভলির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আম আদমি পার্টির সঙ্গে জোট (AAP-Congress alliance) মানতে না পেরে কিছুদিন আগেই দিল্লি কংগ্রেস সভাপতি পদ (Delhi Congress chief) থেকে...
Repeated attacks of leopards on the school campus

Leopard | বারবার স্কুল ক্যাম্পাসে চিতাবাঘের হানা, আতঙ্ক ডিমডিমায়

0
বীরপাড়া: ডিমডিমা চা বাগানে ডিমডিমা ফাতেমা হিন্দি হাইস্কুল চত্বরে বারবার ঢুকে পড়ছে চিতাবাঘ(Leopard)। এর ফলে আতঙ্কিত স্কুল কর্তৃপক্ষ সহ চা শ্রমিকরা। সোমবার বিকেলে স্কুল(School)...

Sandeshkhali | ‘ওঁকে ভয় দেখিয়ে বলানো হয়েছে’, গঙ্গাধরের পাশে দাঁড়িয়ে মন্তব্য রেখার

0
সন্দেশখালি: ‘ওঁকে ভয় দেখিয়ে বলানো হয়েছে’, গঙ্গাধর কয়ালের পাশে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। শনিবার সন্দেশখালি সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল...

Most Popular