নয়াদিল্লি: ২০ জানুয়ারি পর্যন্ত সংসদে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৮৭৫ জন কর্মী। সংসদের বাজেট অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২,৮৪৭ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৮৭৫ জনের কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। সম্প্রতি এমনই তথ্য উঠে এসেছে।
এদিকে, গত ৩১ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। এর প্রথম ভাগ ১১ ফেব্রুয়ারি শেষ হবে। মোট পরীক্ষার মধ্যে ৯১৫টি রাজ্যসভার সচিবালয়ে করা হয়েছিল, যার মধ্যে প্রায় ২৭১টি নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছে।