Tuesday, July 2, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গমহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ, মাশরুম চাষের প্রশিক্ষণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগ, মাশরুম চাষের প্রশিক্ষণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

নাগরাকাটা: চা বাগানের মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এসেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সেখানকার সেন্টার ফর ফ্লোরিকালচার অ্যান্ড অ্যাগ্রি বিজনেস ম্যানেজমেন্ট (কোফাম)-এর তরফে পাহাড়, ডুয়ার্স ও তরাইয়ের বিভিন্ন রুগ্ন চা বাগানের ৬০ জন মহিলাকে মাশরুম চাষের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কোফাম-এর প্রধান ও ইনস্পেকটর অফ কলেজেস ডঃ দেবাশিস দত্ত বলেন, ‘এই কর্মসূচির মূল লক্ষ্য, পরিবেশবান্ধব কৃষিকাজের প্রসার ও সেইসঙ্গে মহিলাদের বিকল্প আয়ের সংস্থান তৈরি করে দেওয়া।’

মাশরুম বর্তমানে শুধু অর্থকরী পণ্যই নয়, এর চাহিদাও বাড়ছে। চাষের জন্য খরচ তেমন নেই। প্রয়োজন নেই প্রচুর জমিরও। দরকার শুধু অন্ধকারাচ্ছন্ন স্থান ও দক্ষতা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে যাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়, তাঁদের মধ্যে নানা বয়সি মহিলা ছিলেন। এমনকি কয়েকজন ছাত্রীও প্রশিক্ষণ নিয়েছেন। হাতেকলমে মাশরুম চাষের ওপর নানা দিক শেখানো হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন কোফাম-এর প্র্যাকটিকাল ডেমনেসট্রেটর অমরেন্দ্রকুমার পান্ডে।

ডুয়ার্সে চা বাগানের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ চালিয়ে যাওয়া সমাজকর্মী রূপম দেব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত ভালো একটি উদ্যোগ। মনে রাখতে হবে, চা বাগানগুলি প্রত্যন্ত এলাকাতে অবস্থিত। সেখানকার মহিলারা যদি নিজেদের বাড়িতে বসেই মাশরুম চাষে নেমে কিছু টাকা উপার্জন করতে পারেন, তবে এর থেকে ভালো আর কী হতে পারে। তবে বিপণনের কিছু সমস্যা রয়েছে। আশা করছি সেটাও সমস্ত মহলের মিলিত প্রয়াসে দূর হবে।’

কালচিনির মধু চা বাগানের কণিকা ধানোয়ার নামে এক প্রশিক্ষণ নিয়ে আসা মহিলা বলেন, ‘বিজ্ঞানসম্মত কৌশল শেখার পর ইতিমধ্যেই নিজেদের এলাকায় আরও কয়েকজন মহিলাকে নিয়ে মাশরুম চাষ শুরু করে দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত আমরা প্রত্যেকেই এর সুফল পাব।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

EURO 2024 | স্লোভেনিয়াকে টাইব্রেকারে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্লোভেনিয়াকে টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পর্তুগাল। টাইব্রেকারে পরিত্রাতা হয়ে উঠলেন পর্তুগিজ গোলরক্ষক দিয়োগো কোস্তা।...

অনুমতি ছাড়া ভিডিও ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ চোপড়ার নির্যাতিতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনুমতি ছাড়া নির্যাতনের ভিডিও ভাইরাল করায় পুলিশের দ্বারস্থ হলেন চোপড়ার নির্যাতিতা। এদিন তিনি চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে...

Siliguri | প্রধান থেকে আধিকারিক কেউই নেই! পঞ্চায়েত অফিসে অচলাবস্থা

0
মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: তীব্র অচলাবস্থা চালু হয়েছে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে পরিষেবা নিতে আসা মানুষ অসুবিধের কথা কাকে জানাবেন সেটাই বুঝতে পারছেন...

Jalpaiguri | সরকারি জমি জবরদখল রুখতে বসল সাইনবোর্ড

0
নাগরাকাটা: পড়ে থাকা সরকারি জমিতে (Govt Land) সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়ি জেলার (Jalpaiguri) নাগরাকাটায়। সোমবার এলাকার দুটি জায়গায় সাইনবোর্ড লাগিয়ে...

Pigeon Racing | আজও পায়রা দৌড়ের আয়োজন করেন রায়গঞ্জের রাজকুমার, কীভাবে হয় এই দৌড়?

0
রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা দৌড়ের কথা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলায় পায়রা দৌড়ের চল আছে। রায়গঞ্জ শহরে আগে মাঝেমধ্যে...

Most Popular