Must-Read News

Siliguri | কানাডার বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিক্যাল বিষয়ক সমাবেশের প্রতিনিধি শিলিগুড়ির তরুণী

তমালিকা দে, শিলিগুড়ি: ছোট থেকেই স্বপ্ন ছিল গবেষক হওয়ার। সেই স্বপ্নপূরণ করতে তিনি পাড়ি দিয়েছেন কানাডায়(Canada)। ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করছেন লেকটাউনের বাসিন্দা মধুজা চক্রবর্তী। চলতি বছর স্কটল্যান্ডে বায়োকেমিক্যাল বিষয়ক একটি সমাবেশে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছেন শিলিগুড়ির(Siliguri) তরুণী। তাঁর গবেষণা ভ্যাকসিন তৈরিতে কাজে লাগবে, আশাবাদী মধুজা।

বরাবর মেধাবী হিসেবে পরিচিত দিল্লি পাবলিক স্কুলের এই প্রাক্তনী। নােচও সমান পারদর্শী। ভরতনাট্যম এবং রবীন্দ্রনৃত্য তাঁর প্রিয়। প্রবাসে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মধুজা। চলতি বছর ডিসেম্বরে তঁার পিএইচডি কোর্স শেষ হওয়ার কথা। তার আগেই স্কটল্যান্ডে আয়োজিত সমাবেশে নিজের গবেষণা সম্পর্কে আলোচনা করার সুযোগ পেলেন তিনি। ফোনে মধুজা বলছিলেন, ‘ছোটবেলার স্বপ্ন যেন পূরণ হল। এই কনফারেন্সে অংশ নিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরা প্রতিনিধিত্ব করতে এসেছিলেন এখানে।’ নিজের গবেষণার ব্যাপারে মধুজা বলেন, ‘চিকিৎসাক্ষেত্রে ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার এই গবেষণা ভ্যাকসিনের পাশাপাশি ওষুধ তৈরির কাজেও লাগবে বলে আশা করছি।’

ইউরোপিয়ান সোসাইটি ফর অ্যানিমেল সেল টেকনলজি (ইএসএসিটি) আয়োজিত কনফারেন্স আয়োজিত হয় স্কটল্যান্ডে। জুন মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত পাঁচদিন ধরে চলা সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করা গবেষকরা নিজেদের গবেষণা নিয়ে আলোচনা করেন। মেয়েকে ভালোবেসে ‘তিতলি’ বলে ডাকেন মা সঞ্চিতা চক্রবর্তী। বিদেশের মাটিতে মেয়ের এই সাফল্যে গর্বিত তিনি। বললেন, ‘পড়াশোনায় বরাবর মনোযোগী তিতলি। ছোট থেকে ওর ইচ্ছে ছিল, গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করবে। মেয়ের সাফল্যে আমারও স্বপ্নপূরণ হল।’ মেয়ের গবেষণায় যাতে সাধারণ মানুষ উপকৃত হন, সেটাই আশা মধুজার বাবা মানস চক্রবর্তীর।

শিলিগুড়ি শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মধুজা ডিপিএস শিলিগুড়ি থেকে দ্বাদশ পাশ করে কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে বায়োটেকনলজি নিয়ে পড়াশোনা করেছেন। তারপর কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিক্যাল এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তরের সুযোগ আসে। স্নাতকোত্তর পাশের পর সেখানই গবেষণার সুযোগ পান শিলিগুড়ির মেধাবী পড়ুয়া।

Sucharita Chanda

Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Hathras Bhole Baba | আইবি-র চাকরি ছেড়ে স্বঘোষিত ধর্মগুরু! হাথরসকাণ্ডে পলাতক ভোলেবাবার পরিচয় জানেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে নারায়ণ সাকার ওরফে ‘ভোলেবাবা’ নামে এক স্বঘোষিত ধর্মগুরুর (Self-styled…

23 mins ago

Heavy Rain | উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি লাল সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy…

57 mins ago

NH 10 Landslide | একের পর এক ধস, চিন্তা বিকল্প পাহাড়ি পথেও

সানি সরকার, শিলিগুড়ি: কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি (Heavy Rain)। তার জেরে তিস্তায় জলস্ফীতি (Teesta River…

1 hour ago

Hathras Stampede | পদপিষ্ট হয়ে শতাধিক মৃত্যু, স্বঘোষিত ধর্মগুরুর আশ্রমে পুলিশের দল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট (Hathras Stampede) হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১৬ জনের।…

2 hours ago

Gangarampur | খাবারের গুণগত মান যাচাই করতে গঙ্গারামপুরে দোকান-রেস্তোরাঁয় অভিযান খাদ্য সুরক্ষা দপ্তরের

গঙ্গারামপুরঃ শহরে বিভিন্ন নামী রেস্তোরাঁ, মিষ্টির দোকান কিংবা বেনামি খাবারের দোকানে বিশেষ অভিযান চালিয়ে চক্ষুচড়কগাছ…

11 hours ago

Nagrakata | ক্যান্সার আক্রান্ত স্ত্রীকে আনন্দ দিতে সহায় সম্বলহীনদের সঙ্গে ৪০ তম বিবাহবার্ষিকী পালন করলেন স্বামী

নাগরাকাটাঃ ক্যান্সার আক্রান্ত স্ত্রী কে নিয়ে সহায় সম্বলহীনদের সঙ্গে নিজের ৪০ তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন…

11 hours ago

This website uses cookies.