Wednesday, July 3, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারCentral Dooars | বন্ধ হাট, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে খাদ্যসংকটের...

Central Dooars | বন্ধ হাট, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানে খাদ্যসংকটের আশঙ্কা

কালচিনি: বাসরা, পানা ও কালিঝোরা নদী তিনদিক থেকে ঘিরে রেখেছে কালচিনির সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানটিকে। ওই নদীগুলোতে জল বাড়তে থাকায় যাতায়াতের সমস্যা হচ্ছে বেশ কিছুদিন ধরে। প্রতি রবিবার ওই বাগানের হাটখোলায় হাট বসে। ওই হাটে বাগানের শ্রমিকরা ভিড় জমান প্রতি সপ্তাহে। কিন্তু চলতি সপ্তাহের পরিস্থিতি একেবারে অন্যরকম। প্রায় বন্ধই থাকে হাট। জল এতটাই বেড়ে যায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েন।

শুধু হাট নয়, বেশ কিছুদিন ধরে বাগানের দোকানগুলোতেও ঠিকঠাক খাদ্যসামগ্রী আনতে পারছেন না স্থানীয় ব্যবসায়ীরা। কিছু বিক্রেতা জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন। আবার কিছু বিক্রেতাকে নদী পারাপারের ব্যবস্থা করে দিয়েছে বাগান কর্তৃপক্ষ।

বাগানের এক কর্মী সিবি থাপা বলেন, ‘তিনটি নদী বাগানের শ্রমিক ও বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাপনে বঁাধা হয়ে দঁাড়িয়েছে। ঘরে আনাজ না থাকলে আমরা খাব কী?’ বাগানের কর্মী আকাশ লামার বক্তব্য, ‘কালচিনি বাজার বা হ্যামিল্টনগঞ্জের সাপ্তাহিক হাটের দূরত্ব বাগান থেকে প্রায় ২০ কিলোমিটার। বহু বছর ধরে তাই বাগানে রবিবার ছুটির দিন হাট বসে। আমরা ওই হাট থেকেই আনাজ কিনে রাখি। তাতে পুরো সপ্তাহ চলে যায়। কিন্তু জল বেড়ে যাওয়ায় হাটে বিক্রেতারা আসতে পারছেন না।’ খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে এখন।

এছাড়া বাগানের প্রচুর ক্ষতি হয়েছে। ফ্যাক্টরিতে তৈরি হওয়া চা পাতা দীর্ঘদিন বাগানের বাইরে পাঠাতে পারেনি কর্তৃপক্ষ। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বাগান থেকে বের হওয়ার সময় প্রথমেই পড়ে কালিঝোরা। এর থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে পানা নদী। ওই দুটি নদী পার করে কোনওরকমে উৎপাদিত চা পাতা বাগানের বাইরে পাঠাচ্ছে বাগান কর্তৃপক্ষ।

বাগানের ম্যানেজার শান্তনু বসু বলেন, ‘ব্লক ও জেলা প্রশাসনকে ইতিমধ্যে তিন নদীর তাণ্ডবে ক্ষয়ক্ষতি সহ অন্য সমস্যার বিষয়ে সব তথ্য দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সেচ দপ্তরকে সমস্যা সমাধানের দায়িত্ব দিয়েছে। তিন নদীর ভয়াবহ রূপে সকলেই আতঙ্কে।’ বাগানের শ্রমিক রাম ওরাওঁ বলেন, ‘নদীর যা জলস্রোত, খুব বিপদে না পড়লে আমরা কালচিনিতে যাচ্ছি না এখন। ছেলেমেয়েদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে ঠিকই। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এভাবে ওদের নদী পারাপার করাতে মন চায় না।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Hemant Soren | বড় চমক! মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হেমন্ত? তুঙ্গে জল্পনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হেমন্ত সোরেন (Hemant Soren)। গত ২৮ জুন জেল থেকে ছাড়া পেয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সূত্র...

Arbaaz Khan | ফের বাবা হচ্ছেন আরবাজ খান? হাসপাতালের সামনে ক্যামেরায় ধরা পড়লেন দম্পতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বাবা হতে চলেছেন বলিউড অভিনেতা আরবাজ খান। সম্প্রতি মুম্বইয়ের এক হাসপাতালের সামনে আরবাজ খান ও তাঁর দ্বিতীয় স্ত্রী সুরা...

Footpath Encroachment | কেউ সরালেন দোকান, কেউ চাইলেন সময়, মেখলিগঞ্জে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান...

0
মেখলিগঞ্জ: মেখলিগঞ্জ বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার পর্যন্ত সময় বেধে দিয়েছিল প্রশাসন। বুধবার সকাল থেকেই বেশ কিছু ব্যবসায়ী দোকান সরাতে শুরু করে। এদিন...

Arabul Islam | পাঁচ মাসের মাথায় মুক্ত আরাবুল, ‘তাজা নেতা’র রাজনৈতিক জীবন এখন কোন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রায় পাঁচ মাস জেলবন্দি থাকার পর অবশেষে বুধবার জামিন পেলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম (Arabul Islam)। এদিন দুপুর আড়াইটে নাগাদ...

Gajole | গাজোল কলেজে প্রথম সিমেস্টারে সিংহভাগ পরীক্ষার্থী অকৃতকার্য! পুনর্মূল্যায়নের দাবি টিএমসিপির    

0
গাজোলঃ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে প্রথম সিমেস্টারের ফলাফলের হার খুবই খারাপ। গুটি কয়েক ছাত্র-ছাত্রী পাশ করলেও ফলাফল দেখে সিংহভাগ ছাত্রছাত্রীর মাথায় হাত। ফলাফল...

Most Popular