Saturday, May 18, 2024
HomeTop Newsখামখেয়ালি আবহাওয়া! পদ্মা-মেঘনায় ভরা মরসুমেও দেখা নেই ইলিশের

খামখেয়ালি আবহাওয়া! পদ্মা-মেঘনায় ভরা মরসুমেও দেখা নেই ইলিশের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এটাই তো ইলিশের মরসুম।আর এই মরসুমেও পদ্মা মেঘনায় সেভাবে দেখা মিলছে না ইলিশের। ইলিশের মতি গতি বোঝাও মুশকিল বলছেন ওপার বাংলার মৎস্যজীবীরা। কোথায় যেন লুকিয়ে পড়েছে এই রুপালি ফসল। অনুমান করা হচ্ছে, পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণেই সাগর থেকে ইলিশ ঢোকেনি পদ্মায়।

বাংলাদেশের পদ্মায় দেখা নেই ইলিশের। খামখেয়ালি আবহাওয়া। এপার বাংলা, কিংবা ওপার বাংলায় উভয় দেশেই পদ্মার ইলিশের প্রতি একটু আলাদা আগ্রহ থাকে মৎস্যপ্রেমীদের। আর এটাই তো ইলিশের মরসুম। মানে ইলশেগুড়ি বৃষ্টি হবে। আর জাল ভরে উঠবে ঝকমকে ইলিশে। এবার সেই চিত্র একেবারেই নজরে আসছে না। দিনের পর দিন অপেক্ষাই সার। সব যেন কোথায় লুকিয়ে পড়েছে।

মৎস্যজীবীরা মনে করছেন, অন্যান্যবারের তুলনায় বৃষ্টি কিছুটা কম হয়েছে। তার জেরে সাগর থেকে ইলিশের ঝাঁক নদীতে সেভাবে আসার সুযোগ পায়নি। সেকারণেই এবার ইলিশ মিলছে না পদ্মা মেঘনায়। তার জেরে এমন ইলিশের আকাল। এর ফলেই ভরা মরসুমেও ইলিশের দাম দাঁড়িয়ে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা কেজি। তবুও আশায় বুক বেঁধে নদীতে জাল ফেলছেন মৎস্যজীবীরা। বছরের এই সময়টাতেই একটু লাভের মুখ দেখা যায়। কিন্তু কোথায় কী? ইলিশের দেখা নেই।

পদ্মা মেঘনায় যে দু একটি ইলিশ জালে জড়াচ্ছে, সেগুলো বাজারে আসলেও তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। অথচ এই সময়টাতেই ইলিশে ভরা থাকত মাছের বাজার। দামও থাকত নাগালের মধ্যেই। খাওয়ার আশায় দিন গোনেন অনেকেই। দামটা একটু সস্তা হয়। কিন্তু এবার আর ইলিশ খাওয়া ভাগ্যে নেই।

বাংলাদেশে একের পর এক ট্রলার, নৌকো মাঝ নদীতে গিয়েও কার্যত খালি হাতে ফিরে আসছে। মন ভালো নেই মৎস্যজীবীদের একাংশের। তবে মৎস্য বিশেষজ্ঞদের মতে, অনেক সময় সেপ্টেম্বর- অক্টোবর মাসেও ইলিশ ধরা পড়ে। সেক্ষেত্রে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Swati Maliwal | স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার কেজরিওয়ালের প্রাক্তন সচিব

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) হেনস্তার অভিযোগে গ্রেপ্তার করা হল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) প্রাক্তন সচিব...

BSF | গ্রামের সীমানার শেষ প্রান্তে বেড়া দেওয়ার বিকল্প প্রস্তাব, চম্পদগছের দাবি উপরমহলে পাঠাল...

0
শিলিগুড়ি, ১৭ মে : ফুলবাড়ি চম্পদগছের বাসিন্দাদের দাবি মেনে ফেন্সিং গেট তৈরির আবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাল বিএসএফ। বিষয়টি কেন্দ্রীয় পূর্ত দপ্তরের নজরেও আনা...

Siliguri | উত্তরবঙ্গ সংবাদের খবরের জের, নির্মাণকারীকে বোরিংয়ের পাইপ তোলার নির্দেশ পুরনিগমের

0
শিলিগুড়িঃ শুধু কলেজপাড়া নয়, এবার শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের এক নার্সিংহোম ও এক হোটেলে সদ্য বোরিং করে জল তোলার ছবি ধরা পড়ল। এক...

Siliguri | দু চাকায় ভর করে ভারত ভ্রমণের ইচ্ছে! প্রশাসনের কাছে সহযোগিতা প্রার্থনা শিলিগুড়ি...

0
শিলিগুড়ি: নয়া দাবিতে সরব হলেন শিলিগুড়ি সাইকেলিং কমিউনিটি। শনিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগিতা চাইলেন সংগঠনের সদস্যরা। এদিনের বৈঠক থেকে তাঁরা বলেন, যারা...

Antibiotics | কমছে দেহের রোগ প্রতিরোধ! অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রুখতে কড়া কেন্দ্র

0
শিলিগুড়িঃ মুড়িমুড়কির মতো অ্যান্টিবায়োটিকের ব্যবহারে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে মানব শরীরের। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ওষুধ সেভাবে কাজ করছে না। চিকিৎসায় সাড়া না...

Most Popular