Saturday, May 18, 2024
Homeজাতীয়মোদিকে সংসদে আনতে বিকল্প প্রস্তাব দিল 'ইন্ডিয়া'

মোদিকে সংসদে আনতে বিকল্প প্রস্তাব দিল ‘ইন্ডিয়া’

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: কবে সংসদে আসবেন প্রধানমন্ত্রী? আদৌ কী বিরোধী জোট শিবিরের প্রস্তাব মেনে মোদি অংশ নেবেন মণিপুর নিয়ে অনাস্থা প্রস্তাব বিষয়ক আলোচনায়? সংসদীয় পরিসরে এগুলোই এখন লাখ টাকার সওয়াল, যার উত্তর খুঁজতে গিয়ে নাকানি-চোবানি খাচ্ছে বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, মণিপুর ইস্যুতে সংসদীয় বাদল অধিবেশনের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হল বিরোধী জোট ইন্ডিয়া৷ বিরোধীদের দাবি, মণিপুর ইস্যুতে সংসদ কক্ষে দাঁড়িয়ে বক্তব্য রাখতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ কিন্তু সরকারপক্ষ এই দাবি মানতে নারাজ৷ এই পরিস্থিতিতে সোমবার সংসদীয় অচলাবস্থা দূর করতে উদ্যোগী হয়ে সরকারপক্ষের সামনে এক গুচ্ছ বিকল্প প্রস্তাব তুলে ধরেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’।

সূত্রের দাবি, সোমবার সরকার পক্ষের সামনে বিরোধীরা তুলে ধরেছে চার দফা বিকল্প প্রস্তাব। বিরোধীদের প্রথম প্রস্তাব, সংসদে আসুন প্রধানমন্ত্রী, বক্তব্য রাখুন মণিপুর ইস্যুতে৷ এর বিকল্প প্রস্তাব হিসেবে বিরোধীরা জানিয়েছে, সশরীরে সংসদে আসার পরে সংসদীয় কক্ষে দাঁড়িয়ে বক্তব্য রাখতে না চাইলে প্রধানমন্ত্রী তাঁর লিখিত বক্তব্য সংসদে জমা দিতে পারেন৷ এর পরেই বিরোধী শিবিরের তৃতীয় বিকল্প প্রস্তাব হল, সংসদে এসে প্রধানমন্ত্রী লিখিত বিবৃতি জমা দেওয়ার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজ্যসভা এবং লোকসভায় মণিপুর নিয়ে সরকারের তরফে বক্তব্য রাখতে পারেন৷ চতুর্থ প্রস্তাবে বলা হয়েছে সরকারের তরফে কোনও একজন বর্ষীয়ান মন্ত্রী মণিপুর ইস্যুতে সংসদে বক্তব্য রাখুন, তবে সশরীরে সভাকক্ষে উপস্থিত থাকতে হবে প্রধানমন্ত্রী মোদিকে৷ অর্থাৎ যাবতীয় শর্তে একটি অবস্থান পরিস্কার, বক্তব্য রাখুন বা না রাখুন যে কোনও শর্তে উপস্থিত থাকতে হবে প্রধানমন্ত্রীকে। নয়াদিল্লিতে সংসদীয় সূত্রের দাবি, বিরোধী শিবিরের তরফে দেওয়া এই চার দফা প্রস্তাব এখনও গ্রহণ করেনি সরকারপক্ষ৷ উল্টে রাজ্যসভায় সরকারের নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের দাবি, প্রধানমন্ত্রী সংসদে এসে বক্তব্য রাখার সময়ে বিরোধী সাংসদরা আবার অসংসদীয় আচরণ করবেন না তার কী গ্যারান্টি? যেমন করা হয়েছিল গতবার আদানি বিতর্কে প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময়ে৷

সোমবার সকালেই সংসদে মণিপুর ফেরত ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল তাদের রিপোর্ট পেশ করে ইন্ডিয়া জোটের শীর্ষ সংসদীয় নেতাদের সামনে৷ এই বৈঠকে হাজির ছিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীও৷ সেখানেই কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মণিপুরের দুর্দশাগ্রস্ত মানুষদের বিবরণ তুলে ধরেন প্রত্যেকের সামনে৷ এই বিবরণ শোনার পরেই স্থির হয়, সরকারপক্ষকে এক ইঞ্চি জায়গা ছাড়বে না বিরোধী জোট ইন্ডিয়া৷ লোকসভা এবং রাজ্যসভায় কিভাবে এগোনো হবে আগের মতই তা স্থির করা হবে প্রতিদিন সকালে বিরোধী বৈঠকে বসেই৷ এই প্রসঙ্গে বিরোধীদের অবস্থান স্পষ্ট করে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মণিপুর নিয়ে যে রিপোর্ট ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা তুলে ধরেছেন তা অকল্পনীয়, ভয়ঙ্কর৷ এমন একটা মারাত্মক বিষয় নিয়ে কেন সংসদ এড়িয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ আমরা সুস্থ, শান্তিপূর্ণ আলোচনা চেয়েছিলাম প্রধানমন্ত্রীর উপস্থিতিতে৷ কিন্তু প্রধানমন্ত্রীর দেখা মিলল না৷ সরকারের আচরণ পুরোপুরি অসাংবিধানিক হয়ে উঠছে৷ সংসদীয় গণতন্ত্রকে গলা টিপে মারার চেষ্টা করা হচ্ছে৷’ এই মর্মে বিরোধী জোটকে নিশানা করেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন৷ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের মত তাঁরও প্রশ্ন, ‘শেষবার প্রধানমন্ত্রী যখন সংসদে বক্তব্য রাখছিলেন তখন বিরোধীরা কি আচরণ করেছিলেন তা ভোলেনি দেশবাসী৷’ নির্মলার অভিযোগ উড়িয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের কটাক্ষ, ‘এটা গণতন্ত্রের মন্দির, দেশের সংসদ। গুজরাট জিমখানা নয় বা খেলনা সংসদ নয়৷ দেশের গণতন্ত্রের পিঠস্থান সংসদীয় অধিবেশনে বিরোধীরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবেন এটাই প্রচলিত রীতি৷’

এসবের মাঝেই সোমবার রাজ্যসভায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় মণিপুর ইস্যুতে স্বল্প সময়ের আলোচনা নিয়ে৷ রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনকড় সহাস্য দাবি করেন, বিরোধী শিবিরের কয়েকজন সাংসদের পেশ করা স্বল্প সময়ের আলোচনার নোটিস তিনি গ্রহণ করেছেন এবং মণিপুর নিয়ে আলোচনা শুরু করা হচ্ছে৷ সূত্রের দাবি, কংগ্রেসের রঞ্জিত রঞ্জন, আরজেডি-র মনোজ ঝাঁ, সিপিএমের জন ব্রিটাসের মতো কয়েকজন নেতা মণিপুর ইস্যুতে সংসদ শুরুর আগে স্বল্পদৈর্ঘ্যের আলোচনা দাবি করেছিলেন। পরে বিরোধীরা সর্বসম্মতভাবে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পূর্ণদৈর্ঘ্যের আলোচনা দাবি করেন। এদিন পুরনো সেই নোটিসকে হাতিয়ার করেই মণিপুর নিয়ে আলোচনা শুরু করতে চান ধনকড়। সেই সময় সদলবলে রুখে দাঁড়ায় গোটা বিরোধী শিবির৷ তাদের প্রশ্ন,  রাজ্যসভায় ৬৫ জন বিরোধী সাংসদ মণিপুর ইস্যুতে পূর্ণাঙ্গ আলোচনার দাবিতে রুল ২৬৭ অনুযায়ী স্থগিত প্রস্তাব পেশ করার পরেও কেন পূর্ণাঙ্গ আলোচনা করা হচ্ছে না, কেনই বা চেয়ারম্যান স্বল্প সময়ের আলোচনায় অনুমতি দিচ্ছেন?

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা দলনেতা ডেরেক ও’ব্রায়ান এদিন ক্ষোভপ্রকাশ করে বলেছেন, ‘অসংসদীয় কোনও পদক্ষেপ মেনে নেওয়া হবে না৷’ এর পরেই রাজ্যসভায় শুরু হয় ব্যাপক বিক্ষোভ। বিরোধীদের প্রবল বিক্ষোভের জেরে পিছু হটতে বাধ্য হন চেয়ারম্যান জগদীপ ধনকড়৷ মণিপুর ইস্যু থেকে সরে এসে তিনি সিনেমাটোগ্রাফি বিল নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরকে বক্তব্য রাখার অনুমতি দেন৷ সেখানেও প্রতিবাদে সোচ্চার হয় বিরোধী জোট৷ একই ছবি দেখা গিয়েছে লোকসভাতেও, যেখানে সারাদিন ধরেই চলেছে বিরোধী বিক্ষোভ ও তার জেরে মুলতুবির ঘনঘটা৷ এমনকি কেন্দ্র সরকার যখন তুমুল বিশৃঙ্খলার মধ্যেই একের পর এক বিল ধ্বনিভোটে পাস করিয়ে নিতে মরীয়া, বিক্ষোভরত বিরোধী সাংসদরা চিৎকার করে সরকারপক্ষকে চরম সতর্ক করে বলেন, ‘বেআইনি কাজ করবেন না! অসাংবিধানিক কাজ থেকে বিরত থাকুন। যেভাবে বিল পাস করাচ্ছেন তা সম্পূর্ণ অবৈধ।’ এদিন লোকসভায় বর্ষীয়ান তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধী দলকে নেতৃত্ব দেন এবং সরকারবিরোধী স্লোগান তুলে কেন্দ্রকে বেনজির আক্রমণ করেন।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bomb Recovered | বিস্ফোরণের পর ফের উদ্ধার জারভর্তি বোমা, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড

0
কালিয়াচক: কালিয়াচকের রাজনগর মডেল গ্রামে বোমা বিস্ফোরণের পর আরও এক জার বোমা উদ্ধার (Bomb recovered) হল ঘটনাস্থল থেকে। ওই জার থেকে ৯টি প্লাস্টিকের বলবোমা...

Minority Scholarship Scam | স্কলারশিপের টাকা আত্মসাৎ! অভিযুক্ত ২ জনকে হেপাজতে চায় সিআইডি

0
বিশ্বজিৎ সরকার, করণদিঘি: মাইনোরিটি স্কলারশিপের (Minority Scholarship Scam) কোটি কোটি টাকা তছরুপের দায়ে অভিযুক্ত মহম্মদ ফইজুল রহমান ও আবদুস সামাদকে নিজেদের হেপাজতে নিতে চায়...

Raiganj | গ্রেপ্তার করেনি পুলিশ, বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত

0
রাহুল দেব, রায়গঞ্জ: আদালতের নির্দেশ সত্ত্বেও খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার(Arrest) করেনি পুলিশ। এলাকায় বহালতবিয়তে ঘুরছে দুই অভিযুক্ত। শুধু তাই নয়, অভিযোগকারীদের প্রায়শই খুনের...

Durgapur | বাংলাদেশে পাচারের ছক বানচাল,২০ হাজার বোতল সিরাপ সহ ধৃত ২

0
দুর্গাপুর: বাংলাদেশে পাচারের পথে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের(STF) জালে ধরা পড়লো বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল সিরাপের বোতল। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এবিএল মোড়...
lightning death

Malda | দূষণের প্রভাবে ফের তীব্র বজ্রপাতের আশঙ্কা, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

0
অরিন্দম বাগ, মালদা: সামান্য বৃষ্টি, হালকা হাওয়া আর মুহুর্মুহু বজ্রপাত। বৃহস্পতিবার বিকেলে তাতেই প্রাণ হারিয়েছেন মালদা (Malda) জেলার ১১ জন বাসিন্দা। মালদার এই দুর্যোগ...

Most Popular