Tuesday, May 14, 2024
HomeTop Newsএশিয়ান গেমসে বাদ পড়লেন দীপা কর্মকার, নিয়ম শিথিলের আবেদন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে

এশিয়ান গেমসে বাদ পড়লেন দীপা কর্মকার, নিয়ম শিথিলের আবেদন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এশিয়ান গেমসের জিমনাস্টিক দলে জায়গা হল না দীপা কর্মকারের। ২০১৯ সাল থেকে চোট এবং ডোপিং কাণ্ডে সাসপেন্ড হয়ে মাঠের বাইরে তাঁকে থাকতে হয়েছে দীর্ঘদিন। সাসপেনশন উঠে যাওয়ার পর হ্যাংজুতে আসন্ন এশিয়ান গেমসে প্রতিযোগিতা করার জন্য ট্রায়ালে নামেন তিনি। তা সত্ত্বেও তিনি সুযোগ পেলেন না এশিয়াডে। কেন্দ্রের কাছে নিয়ম শিথিলের আবেদন জানিয়েছেন আগরতলার বাঙালি কন্যা দীপা কর্মকার।

২০১৬ সালের রিও অলিম্পিকের ভল্ট ফাইনালে চতুর্থ স্থান অর্জন করে গোটা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিলেন আগরতলার দীপা কর্মকার। তাঁর অসাধারণ পারফর্মেন্সে সারা পড়ে যায় বিশ্ব জিমন্যাস্টিক মহলে। কিন্তু ২০১৯ সাল থেকে চোট এবং ডোপিং কাণ্ডে সাসপেন্ড হয়ে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। সাসপেনশন উঠে যাওয়ার পর হ্যাংজুতে আসন্ন এশিয়ান গেমসে প্রতিযোগিতা করার জন্য ট্রায়ালে নামেন তিনি। তবে এই টুর্নামেন্ট থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এশিয়ান গেমসে জিমন্যাস্টিক মহিলা বিভাগের প্লেয়ারদের নাম চূড়ান্ত অনুমোদনের জন্য ক্রীড়া মন্ত্রকে পাঠানো হয়েছে। সেই তালিকায় নেই দীপার নাম। মঙ্গলবারের মধ্যে চূড়ান্ত তালিকা পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর, এশিয়াডে অংশগ্রহনের জন্য যোগ্যতা অর্জনের মাপকাঠি পেরোতে ব্যর্থ হয়েছেন দীপা কর্মকার। বলা হয়েছে, ব্যক্তিগত ইভেন্টে সংশ্লিষ্ট খেলোয়াড়কে ১২ মাসের মধ্যে অষ্টম স্থান অর্জন করতে হবে। ১৫ জুলাই সময়সীমার মধ্যে এশিয়াড আয়োজকদের কাছে ক্রীড়াবিদদের পাঠানো তালিকায় দীপার নাম ছিল। পরবর্তীতে  মহিলাদের জিমন্যাস্টিক ইভেন্টের জন্য প্রণতি দাস এবং প্রণতি নায়কের নাম চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত নির্বাচনের জন্য দীপার নাম বিবেচনা করা হয়নি। তিনি দীর্ঘদিন ধরে প্রতিযোগিতাও করেননি। তবে ১১-১২ জুলাই ভুবনেশ্বরে অনুষ্ঠিত হওয়া ট্রায়ালে, দীপা মহিলাদের শৈল্পিক জিমন্যাস্টিক ইভেন্টে প্রথম স্থান অর্জন করেন।

দীপা কর্মকার যোগ্যতার মানদন্ডের নিয়মকে কিছু শিথিল করার জন্য কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন। সেই চিঠিতে দীপা লিখেছেন, ‘আমি ২০১৭ এবং ১৯ সালে চোটের জন্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারেনি। এরপর করোনার মহামারীর কারণে প্রতিযোগিতার সুযোগ কম ছিল। ডোপিং লঙ্ঘনের কারণে ২১ মাসের স্থগিতাদেশ ছিল আমার উপর। যা চলতি বছর ২০২৩-এ শেষ হয়েছে। আমি আন্তরিকভাবে ক্রীড়া মন্ত্রককে আমার এই পরিস্থিতি বিবেচনা করার জন্য এবং যোগ্যতার পূরণের শিথিলতা আনতে অনুরোধ করছি।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Calcutta High Court | গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টে স্বস্তি মিলল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নয়। মঙ্গলবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিতর্কিত এই বিজেপি নেতার...

Tea-Coffee | খাওয়ার আগে-পরে চা বা কফি খান? নিজের অজান্তেই বড় বিপদ ডেকে আনছেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুপুর বা রাতের খাওয়ার আগে চায়ের কাপে সুখের চুমুক দেওয়ার অভ্যেস রয়েছে, বা ডিনার করে নিয়ে শোয়ার আগে এক কাপ...

IPL | দূরত্ব মিটল? রাহুলকে নৈশভোজে ডেকে আলিঙ্গন সঞ্জীব গোয়েঙ্কার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে মিটল কে এল রাহুল বনাম সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) দ্বৈরথ। নিজের বাসভবনে রাহুলকে নৈশভোজে ডেকে আলিঙ্গন করলেন সঞ্জীব গোয়েঙ্কা।...

Sikkim | যান নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ সিকিমে, ট্রাফিকের দায়িত্বে এআই

0
শিলিগুড়ি: অহেতুক গাড়ি চালাবার সময় একটি গাড়িকে ওভারটেক করে অনেকেই আনন্দ পান। অনেকে আবার গড়িমসি করেন পলিউশন কন্ট্রোল সার্টিফিকেট আপ-টু-ডেট করার জন্য। কিন্তু এই...

Mamata Banerjee | ‘রোজ বলছে তৃণমূল চোর! মানহানির মামলা করব’, হুঁশিয়ারি মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চোর চোর স্লোগান দিলে এবার থেকে আর বরদাস্ত করা হবে না। প্রয়োজনে মানহানি মামলা করা হবে। স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল...

Most Popular