Tuesday, June 11, 2024
HomeTop Newsআলিপুরদুয়ারে সমবায় দুর্নীতি! রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আলিপুরদুয়ারে সমবায় দুর্নীতি! রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আলিপুরদুয়ারে মহিলা ঋণদান সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা ৫০ কোটি টাকার দুর্নীতি মামলায় এবার রাজ্যকেই ৫০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দু’সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল কাছে এই অর্থ জমা করতে হবে বলে নির্দেশ দেন তিনি।

এই দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গত ২৪ অগাস্ট একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ কার্যকর হয়নি। সিবিআইয়ের কাছে সিআইডি মামলার নথি হস্তান্তর করেনি। উলটে আগের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে সিআইডি। শুক্রবার শুনানি চলাকালীন অসন্তোষের সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন? কারা এই টাকা নিয়েছে, তা এতদিনেও জানে না সিআইডি। কিন্তু আমি জানি।’

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে, সিআইডির কাছ থেকে সিবিআইয়ের হাতে তদন্তভার তিনদিনের মধ্যে তুলে দিতে হবে। তারপর তিনদিনের মধ্যে এই তদন্ত শুরু করতে হবে সিবিআইকে। সেইসঙ্গে তদন্ত শুরু করতে হবে ইডিকেও। হাইকোর্টের এই নির্দেশ কার্যকর না হলে এবার স্বরাষ্ট্র সচিবকে তলব করা হবে। এ ব্যাপারে রেজিস্ট্রারকেও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন এও বলেন, ‘তিন বছর ধরে তদন্ত করে কী পরিণাম হল? এত বড় আর্থিক দুর্নীতি, অথচ সিআইডি কোনও রাঘববোয়ালের হদিশই দিতে পারেনি। উল্টে চুনোপুটিদের অভিযুক্ত করেছে।’ ইডিকে তিনি বলেন, ‘যত বড় প্রভাবশালী হোক, গ্রেপ্তার করুন। এঁদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ ছাড়া উপায় নেই। দ্রুত তদন্ত শুরু করুন।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Chopra | চোপড়া ব্লকের চা বাগানগুলিতে বেড়েছে দুষ্কৃতী তাণ্ডব, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে মালিকপক্ষ  

0
চোপড়াঃ চোপড়া থানা এলাকায় একের পর এক চা বাগানে চলছে দুষ্কৃতী তাণ্ডব। আর এই ঘটনায় যেমন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চা বাগানগুলি, পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত...

Narendra Modi | সমাজ মাধ্যমে আর নয় ‘মোদি কা পরিবার’, আর্জি খোদ নমোর, কিন্তু...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমাজ মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের অ্যাকাউন্টের বায়ো থেকে ‘মোদি কা পরিবার’ লেখা সরিয়ে নেওয়ার আর্জি জানালেন খোদ প্রধানমন্ত্রী। নিজের এক্স...

Lightning Strikes | রানিগঞ্জে বজ্রাঘাতে যুবকের মৃত্যু, অল্পের জন্যে প্রাণ রক্ষা আরও দুজনের

0
রানিগঞ্জ ও আসানসোলঃ বৃষ্টির মধ্যে বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার তিরাট কোলিয়ারি এলাকায়। তিরাট কোলিয়ারির বাসিন্দা...

Hemtabad | গাছ কেটে অবৈধ নির্মাণ! বিশেষ অভিযান প্রশাসনের

0
হেমতাবাদ: গাছ কেটে অবৈধ নির্মাণ করে জায়গা দখলের অভিযোগ উঠল হেমতাবাদে (Hemtabad)। দখল হওয়া সরকারি জমি চিহ্নিত করতে বিশেষ অভিযানে নামলেন পুলিশ প্রশাসনের কর্তারা।...

Firhad Hakim | ব্যবসা-ঠিকাদারির সঙ্গে রাজনীতি নয়, শিলিগুড়িতে কড়া বার্তা ফিরহাদের

0
শিলিগুড়ি: যাঁরা ব্যবসা করছেন ঠিকাদারি করছেন তাঁরা সেটাই করুন। রাজনীতি করতে গেলে ফুলটাইম রাজনীতিটাই করতে হবে। উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফলের পর্যালোচনা করতে এসে শিলিগুড়ি জলপাইগুড়ির...

Most Popular