Thursday, May 16, 2024
HomeBreaking Newsসিকিমে মেঘভাঙা বৃষ্টির জের, পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিম্পংয়ে সেনা নামাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

সিকিমে মেঘভাঙা বৃষ্টির জের, পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিম্পংয়ে সেনা নামাতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিউজ ব্যুরো: বাংলা-সিকিম সীমানার রংপোয় বিপর্যয় মোকাবিলায় সেনা নামাতে নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকের পর এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, গ্যাংটক, নামচি, মঙ্গন ও পাকইয়ং জেলায় আগামী ৮ অক্টোবর পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে সিকিম সরকার।

সিকিমে বিপর্যয়ের কারণে উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লিখুভির-শ্বেতিঝোরার কাছে গ্যাংটক থেকে শিলিগুড়ির সঙ্গে সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে ভেসে গিয়েছে। তিস্তায় জল কমলে দ্রুত মেরামতের কাজ করা হবে বলে প্রশাসন সূত্রের খবর। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাণহানি রুখতে তিনি ডিএম ও এসপিদের সতর্ক থাকতে এবং দ্রুত উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার-এই ৪টি জেলার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ইতিমধ্যেই স্থানীয়দের সরিয়ে নেওয়া শুরু করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জিটিএ চেয়ারম্যান অনিত থাপা সহ অন্য উচ্চ পদস্থ কর্তাদের পরিস্থিতির মোকাবিলায় দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৪টি দলকে উত্তরবঙ্গে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে জলপাগুড়িতে ২, দার্জিলিং ১, কোচবিহারে ১টি দল রয়েছে। এনডিআরএফ ছাড়াও ৭টি এসডিআরএফ দল বর্তমানে এই ৩টি জেলায় মোতায়েন রয়েছে। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার লাভা ব্লক লাগোয়া সিকিমের রংপো এলাকায় বেশ কিছু মানুষ বিপর্যয়ের মাঝে আটকে পড়েছেন। তাঁদের উদ্ধারের জন্য সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।

তিস্তা লাগোয়া এলাকা থেকে ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ত্রাণ শিবিরে রাখা হয়েছে। কালিম্পংয়ে ৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। সেখানে প্রায় ১২০০ মানুষকে উদ্ধার করা হয়েছে। দার্জিলিংয়ে ৩টি শিবিরে ৮১২ জনকে উদ্ধার করে রাখা হয়েছে। জলপাইগুড়িতে ১১ শিবির খোলা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৪৮৭ জনকে। অন্যদিকে, কোচবিহার ত্রাণ শিবির খোলা হয়েছে ৮টি। মোট ১৩০২ জনকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নবান্নের তরফে পরিস্থিতির মোকাবিলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। যোগাযোগ করা যেতে পারে-০৩৩-২২১৪৩৫২৬ এবং ১০৭০ নম্বরে। রাজ্য সরকারের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Water Crisis | নামছে তিস্তার ক্যানালের জলস্তর, সংকটমোচনে অপেক্ষা বৃষ্টির

0
শিলিগুড়ি: বৃষ্টির দেখা নেই দু’দিন ধরে। তিস্তার ক্যানালে (Teesta Canal) জলস্তরও নামছে হুহু করে। এমন অবস্থায় প্রমাদ গুনছে পুরনিগম। এক-দু’দিনের মধ্যে বৃষ্টি না হলে...

Darjeeling Tea | নিলামে হতাশা, কৌলীন্য হারাচ্ছে দার্জিলিং চা

0
শিলিগুড়ি: পাকদণ্ডির দুই পাশে চেনা ছবি। শুধু সবুজ ঢাল। তার মধ্যে কচি পাতা তুলতে ব্যস্ত কিছু কালো মাথা। কিন্তু ভিতরে চোখ রাখলেই স্পষ্ট হয়ে...

Sunil Chhetri Retirement | সুনীলের অবসরের কথা জানতেন না শ্বশুর! শুনে কী প্রতিক্রিয়া দিলেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল:  জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী (Sunil Chhetri) বৃহস্পতিবার সকালে ঘোষণা করেন তিনি অবসর (Retirement) নিচ্ছেন। পোস্ট সামনে আসতেই এক নিমেষে...

Raiganj | বৃষ্টির কামনায় মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে রায়গঞ্জে  

0
রায়গঞ্জ: পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে গাছ বাঁচানোর লক্ষ্যে মহা ধুমধামে বট-পাকুড় গাছের বিয়ে দেওয়া হল রায়গঞ্জের রূপাহার তুলসীপাড়ায়। একদিকে তীব্র তাপপ্রবাহ, অন্যদিকে বৃষ্টির...

Sunil Chhetri | ফুটবল কেরিয়ারে ইতি টানলেন সুনীল ছেত্রী, কুয়েতের বিরুদ্ধে কলকাতাতেই শেষ ম্যাচ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবসর (Retirement) নিচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক (Indian football team captain) সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায়...

Most Popular