Wednesday, May 15, 2024
HomeTop Newsসফরে কাটছাঁট! রবিবারই কলকাতায় ফিরলেন রাজ্যপাল, তৃণমূলের সঙ্গে কি আজই সাক্ষাৎ? শুরু...

সফরে কাটছাঁট! রবিবারই কলকাতায় ফিরলেন রাজ্যপাল, তৃণমূলের সঙ্গে কি আজই সাক্ষাৎ? শুরু জল্পনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দার্জিলিং সফর শেষ করে রবিবারই কলকাতায় ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দার্জিলিং থেকে ফেরার পথে হড়পা বানে ক্ষতিগ্রস্ত তিস্তাবাজার পরিদর্শনে যান রাজ্যপাল। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি তিনি কথা বলেন দুর্গতদের সঙ্গেও। দুর্গতদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন আনন্দ বোস।

দার্জিলিং সফর শেষ করে রবিবার বিকেলেই কলকাতায় ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার দার্জিলিংয়ে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রদীপ মজুমদার, মহুয়া মৈত্র। তাঁদের রাজ্যপাল আশ্বাস দিয়েছিন, কলকাতায় ফিরে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গেও দেখা করবেন তিনি। সফর সংক্ষিপ্ত করে রবিবারই কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন রাজ্যপাল। এদিন তিনি কলকাতায় ফেরার পথে হড়পাবানে বিপর্যস্ত কালিম্পং জেলার তিস্তাবাজারে যান। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। কথা বলেন দুর্গতদের সঙ্গে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “মেঘভাঙা বৃষ্টিতে বাঁধ ভাঙা জলে তিস্তানদী প্রকৃতিতে যে ধ্বংসলীলা চালিয়েছে তাতে অভাবনীয় ক্ষতি হয়েছে পাহাড়ে। প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন, এখনও বহু মানুষ নিখোঁজ। বহু মানুষের সহায় সম্বল চলে গিয়েছে তিস্তার কবলে যা অত্যন্ত দুঃখের। পরিস্থিতি মোকাবিলায় সরকারি বেসরকারি সব সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিন তিস্তাবাজারের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কার্শিয়ং হয়ে তিনি সড়কপথে রওনা দেন বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে। বাগডোগরা থেকে বিকেলের বিমানেই উড়ে যান কলকাতায়। এদিকে, ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের বকেয়া টাকা আদায়ের দাবিতে রাজভবনের সামনে ধর্ণায় বসেছে তৃণমূল কংগ্রেস। এই ধর্ণার নেতৃত্ব দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যতক্ষন পর্যন্ত রাজ্যপালের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হবে না ততদিন পর্যন্ত রাজভবনের সামনে চালিয়ে যাবেন বকেয়া আদায়ে ধর্ণা। রাজ্যপালের কাছেই তুলে দেবেন ১০০ দিনের কাজ করে টাকা না পাওয়া শ্রমিকদের ৫০ লক্ষ চিঠি। তাহলে আজই কি কলকাতায় ফিরে অভিষেকদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল? এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Old Malda | হোটেলে মধুচক্রের আসরে গুলি! আহত পুরাতন মালদার তৃণমূল নেত্রীর স্বামী

0
পুরাতন মালদাঃ মাদক কারবার ছিলই, এবার পুরাতন মালদায় জাঁকিয়ে বসেছে মধুচক্রের আসর। এনিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠলেও পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে এলাকাবাসীর প্রশ্ন ছিল।...

Malda medical college & hospital | তিন বছর আগে ফুরিয়েছে মেয়াদ, লাইসেন্স ছাড়াই চলছে...

0
সৌরভ ঘোষ, মালদা: রক্তের সরকারি ভাণ্ডারেরই মেয়াদ উত্তীর্ণ। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের (Malda medical college & hospital) ব্লাড ব্যাংকে এমনই পরিস্থিতি। এখানকার ব্লাড...

Falakata | চোরের গ্যাংয়ে শামিল কলেজ ছাত্র

0
ফালাকাটা: জটেশ্বর লীলাবতী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কুণাল রায়। তার বাড়ি হেদায়েতনগর এলাকায়। রবিবার রাতে তাকে চুরির অভিযোগে গ্রেপ্তার করে ফালাকাটা থানার পুলিশ। তার...

Chandu Champion | পরনে ল্যাঙট, গায়ে কাদা মেখে ছুটছে কার্তিক, প্রকাশ্যে ‘চন্দু চ্যাম্পিয়নের’ প্রথম...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরনে ল্যাঙট, পেশিবহুল দেহ, টপ টপ করে ঝরছে ঘাম, রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে চন্দু। প্রকাশ্যে এল বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের নতুন ছবি...

Mobile recharge packages prices hike | ভোট মিটলেই ২৫% বাড়তে পারে মোবাইল রিচার্জ প্যাকের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোট (Lok Sabha Election 2024) মিটলেই ২৫ শতাংশ বাড়ানো হতে পারে মোবাইল রিচার্জ প্যাকেজের দাম (Mobile recharge packages prices...

Most Popular