Saturday, May 11, 2024
HomeBreaking Newsপ্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে এখনই গ্রেপ্তার নয়, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে এখনই গ্রেপ্তার নয়, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে এখনই গ্রেপ্তার করা যাবে না। শুক্রবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গ্রেপ্তার করা যাবে না পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও। শীর্ষ আদালতের নির্দেশ, পরবর্তী শুনানির দিন পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা যাবে না। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর নির্দেশ, হাইকোর্টের নির্দেশমতো তদন্তে সহযোগিতা করতে হবে তাঁদের। সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত চালিয়ে নিয়ে যাবে।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় গৌতম এবং পার্থকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রয়োজনে তাঁদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের কথাও বলেছিলেন বিচারপতি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পর্ষদ সভাপতি। কিন্তু সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, যদি তদন্তে সবরকম সহযোগিতা করা হয়, তা হলে গ্রেপ্তারের আশঙ্কা কেন?

এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবীর যুক্তি ছিল, অতীতে যা ঘটেছে তার সঙ্গে বর্তমান পর্ষদ সভাপতি ও সচিবের কোনও সম্পর্ক নেই। ২০২২ সালের ২৪ অগাস্ট পর্ষদের সভাপতি পদে যোগ দিয়েছিলেন গৌতম পাল। এরপর ডেপুটি সেক্রেটারি হিসাবে যোগ দেন পার্থ কর্মকার। আইনজীবীর যুক্তি, যে সময় দুর্নীতি হয়েছে, তাঁরা কেউই সেই সময়ের পদাধিকারী নন। তবে যাঁরা চাকরি পাননি, তাঁদের তরফে আইনজীবীর দাবি, মূল অভিযুক্ত জেলে থাকলেও যাবতীয় গুরুত্বপূর্ণ নথি এখনও পর্যন্ত বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছে। যদিও এই বক্তব্য বিশেষ গুরুত্ব পায়নি। অন্যদিকে, পর্ষদের তরফে আইনজীবী এদিন তুলে ধরেন, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকার পরও একক বেঞ্চ প্রয়োজনে কড়া পদক্ষেপের কথা বলেছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

হৃৎপিণ্ডের রাজনীতিতে নারীরাই ব্রাত্য

0
রূপায়ণ ভট্টাচার্য লখনউয়ে গোমতী নদীর দু’পাড় বাঁধিয়ে দেওয়া এখন। একটা ব্রিজ থেকে আর একটা ব্রিজ। হাঁটতে হাঁটতে বিভ্রম হয়, এত জল কোথা থেকে এল...

CV Ananda Bose | রাজ্যপালের চেম্বারের ভিডিও পুলিশের হাতে! রাজভবনের তিন আধিকারিককে তলব পুলিশের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডে এবার নয়া মোড়। ঘটনার তদন্তে রাজভবনের তিন আধিকারিককে তলব করেছে কলকাতা পুলিশ। দাবি করা হচ্ছে, রাজভবনে রাজ্যপালের...

চন্দ্রচূড়, অভীকদের কথা দয়া করে শুনুন

0
গৌতম সরকার তাপ কমেছে। প্রকৃতির তাপ। ভোটের উত্তাপও। উত্তরবঙ্গে ভোটগ্রহণ শেষ। ফলে প্রচারপর্বের তাপ আর নেই। এখনও ভারী বর্ষণ না হলেও বৃষ্টি নেমেছে কোথাও...

Accident | গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্যু ৫ জনের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনায় (Accident) মৃত্যু হল ৫ জনের। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক লাগোয়া এলাকায়। পাথরবোঝাই লরিটি রাজ্য সড়ক...

West bengal weather update | শনিবারও বৃষ্টির সম্ভাবনা, আগামী সপ্তাহে ফের বঙ্গে হাওয়া বদলের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের তীব্র গরমের পর এই আবহাওয়া বেশ উপভোগ করছেন রাজ্যবাসী। শনিবারও স্বস্তির আবহাওয়া বঙ্গে। আগামী সপ্তাহে ফের একবার হাওয়া...

Most Popular