Saturday, June 1, 2024
Homeজীবনযাপনশীতেও ব্রণের সমস্যায় নাজেহাল? ঘরোয়া টোটকায় ফিরে পাবেন মসৃণ ত্বক

শীতেও ব্রণের সমস্যায় নাজেহাল? ঘরোয়া টোটকায় ফিরে পাবেন মসৃণ ত্বক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকাল মানেই ত্বকে হাজার রকম সমস্যা দেখা দিতে শুরু করে। ত্বক শুষ্ক হয়ে যাওয়ার পাশাপাশি ব্রণ, র‌্যাশ, ফুসকুড়িরও দেখা মেলে শীতে। নামীদামি প্রসাধনী ব্যবহার করেও লাভ কিছুই হয় না অনেক ক্ষেত্রে। ঘরোয়া উপায়ে ভরসা রাখলেই হতে পারে মুশকিল আসান। শীতকালে সর্দি-কাশির থেকে রেহাই পেতে অনেকেই তুলসী পাতা খান। অনেকেই হয়তো জানেন না, তুলসী শুধু শরীরের নয়, যত্ন নেয় ত্বকেরও। তুলসীর ফেসপ্যাকই শীতকালে আপনার সহায় হতে পারে, রইল কিছু ফেসপ্যাকের হদিস।

তৈলাক্ত ত্বকের সমস্যায় তুলসী:

শীতে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে বানিয়ে তুলসী দিয়ে বানিয়ে নিতে পারেন একটি ফেসপ্যাক। তুলসী, এবং নিমপাতা একসঙ্গে বেটে নিন। এবার এই মিশ্রণটি ভাল করে ত্বকে লাগান। কিছুক্ষণ রাখুন। শুকিয়ে এলে ধুয়ে নিন। শীতে আপনার ত্বক থাকবে কোমল।

শীতে ত্বকের জেল্লা বৃদ্ধি করতে তুলসী:

শীত শুরু থেকেই ত্বক জৌলুস হারাতে শুরু করেছে? এই সময়ে ত্বকের চাই বাড়তি যত্ন। তুলসী পাতার গুঁড়োর সঙ্গে এক চামচ ওটসের গুঁড়ো এবং এক চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে সেটা মুখে লাগান। ১৫ মিনিট রাখুন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে জেল্লা ফিরে পাবেন।

ব্রণ সামাল দিতে তুলসী:

ব্রণ সারা বছরের সঙ্গী। তবে শীতকাল এর প্রকোপ বাড়ে। এই মরসুমে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। ত্বকের শুষ্কতা ব্রণের অন্যতম কারণ। শীতকালীন ব্রণ তাড়াতে তুলসী পাতা গুঁড়ো করে তার সঙ্গে নিমপাতা বাটা, হলুদ গুঁড়ো আর চন্দন গুঁড়ো একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। প্যাকটি সারা মুখে মেখে কয়েক মিনিট পর ধুয়ে নিন।

হলুদ এবং মধুর ফেসমাস্ক:

আধ চা চামচ হলুদ ও এক টেবিলস্পুন মধু দিয়ে একটি প্যাক তৈরি করুন। এই প্যাকের মাধ্যমে ব্রণ নিরাময়ে সাহায্য হতে পারে। হলুদ হল একটি প্রাকৃতিক প্রদাহবিরোধী। ফলে এটি ব্রণর জ্বালা কমাতে ও ত্বককে প্রশমিত করতে সাহায্য করে। মধু হব প্রাচীন একটি উপাদান। এর গুণে ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। প্রাকৃতিকভাবে এতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। এর ফলে ভবিষ্যতে ব্রণের ব্রেকআউটের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। এই ফেস মাস্কটি ১০-১৫ মিনিটের জন্য মুখে ব্যবহার করতে হবে। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এরপর ত্বককে রক্ষা করতে ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।

রসুন ও দুধ দিয়ে তৈরি ফেসমাস্ক: 

রসুনে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরির উপাদান। তবে এটি যেন ত্বকে সরাসরি প্রয়োগ করবেন না, তাতে ত্বকের জন্য হিতে বিপরীত হতে পারে। ত্বককে সুরক্ষিত রাখতে তাই রসুনের একটি কোয়া থেঁতো করে অ্যালোভেরা বা জোজোবা তেলে ডুবিয়ে রাখতে পারেন। এরপর ২ টেবিলচামট দুধে রসুন মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। দুধ হল প্রাকৃতিক উপাদান। ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এই মাস্কটি মুখের ত্বকে ২-১০ মিনিট রেখে অপেক্ষা করুন। একপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ব্রণর বিরুদ্ধে লড়াই করার জন্য এর চেয়ে ভাল ফেসমাস্ক কিছু হতে পারে না।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok sabha election 2024 | সপ্তম দফায় দেশের ৫৭ কেন্দ্রে চলছে ভোট, ভোটারদের ভোটদানের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার সপ্তম দফায় দেশের ৫৭ আসনে চলছে ভোট (Lok sabha election 2024)। পশ্চিমবঙ্গের ৯ আসন রয়েছে এই তালিকায়। সাতটি রাজ্য...

Balurghat News | রাস্তা নাকি নদী! সংস্কার করবে কে? উত্তরের খোঁজে বালুরঘাটের মানুষ

0
বালুরঘাট: পরিবর্তনের ডাক দিয়ে ৩৪ বছর ক্ষমতায় থাকা বাম শাসনের অবসান ঘটিয়ে স্থানীয় পঞ্চায়েতের ক্ষমতায় এসেছিল তৃণমূল (TMC)। তৃণমূল নেতৃত্ব মুখে যতই উন্নয়নের দাবি...

তবু ট্রাম্পই প্রেসিডেন্ট নির্বাচনে সেরা বাজি

0
শুভঙ্কর মুখোপাধ্যায় শকুনের অভিশাপে গোরু মরে না। ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শাস্তি নিয়ে এমনটাই বলেছেন আমেরিকার দুঁদে আইনজ্ঞ সাংবাদিক ড্যান ম্যানগান। ডলারের জোরে নারীঘটিত কেচ্ছা চাপা...

CITU Agitation | হকার উচ্ছেদ! রামপুরহাটে তুমুল বিক্ষোভ সিটুর, আরপিএফের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা  

0
রামপুরহাটঃ অমৃত ভারত স্টেশন প্রকল্পে দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রেল। সেই কারণে স্টেশন ও স্টেশন চত্ত্বরে থাকা হকারদের উচ্ছেদ করেছে রেল...

মাধুরী দীক্ষিতের পোস্ট ডিলিট এবং

0
রূপায়ণ ভট্টাচার্য পোস্ট করে আবার কিছুক্ষণ পর ডিলিট ... তাও আবার কিছু লোক কী ভাবল ভেবে... সেটা আরও মর্মান্তিক। খুব হতাশজনক। এখন তো যে কোনও সময়...

Most Popular