Sunday, June 16, 2024
Homeউত্তরবঙ্গউত্তর দিনাজপুরগোয়ালপাড়ায় মহিলা স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ

গোয়ালপাড়ায় মহিলা স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ

রায়গঞ্জ: সম্প্রতি রায়গঞ্জের গোয়ালপাড়ায় একটি সুস্বাস্থ্যকেন্দ্রে ভুল ইনজেকশন দেওয়ায় এক শিশু মৃত্যুর অভিযোগ ওঠে। তা নিয়ে তোলপাড় হয় এলাকা। ঘটনায় জনরোষ আছড়ে পড়ে স্বাস্থ্যকর্মীর ওপর। যদিও সুস্বাস্থ্যকেন্দ্রের কর্মীর দাবি, ইনজেকশনের কারণে শিশুর মৃত্যু হয়নি। কারণ যে ফয়েল থেকে ওই শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই ফয়েল থেকে আরও ১০ জন শিশুকে ভ্যাকসিন দেওয়া হয়। তাদের কিছুই হয়নি। কিন্তু সেদিন উন্মত্ত জনতা তাঁর কোনও কথাই শোনেননি। এরই প্রতিবাদে মঙ্গলবার রায়গঞ্জ ব্লকের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা কর্ণজোড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। সেদিনের ঘটনায় অভিযুক্তদের শাস্তি এবং শিশু মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেন তাঁরা।

এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা জানান, শিশুটি প্রিম্যাচিউর ছিল এবং শারীরিকভাবে অসুস্থ ছিল। সেটা পরিবার থেকে চেপে গিয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে শিশুর মৃত্যু হয়েছে। এদিন ঘটনার প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তা সুনিশ্চিতকরণের দাবিতে স্বাস্থ্যকর্মীরা প্রায় ঘন্টা খানেক বিক্ষোভ দেখান। আন্দোলনরত স্বাস্থ্যকর্মীদের পক্ষে সাবিনা ইয়াসমিন জানান, সরকারি গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিডিউল মেনে তাঁরা প্রতিটি শিশুকে টিকাকরণ করে থাকেন। সেক্ষেত্রে কি কারণে ওই শিশুর মৃত্যু ঘটল তা না জেনেই তাঁদের সহকর্মীকে মারধর করা হল। আগামীতে টিকাকরণ কর্মসূচিতে যেতে তাঁরা রীতিমতো আতঙ্কিত। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, ‘যাঁরা সেদিনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের নামে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে বলেছি। কারণ শিশু মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনও যোগ নেই।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rabindranath Ghosh | হেরেছেন নিশীথ, অবশেষে পণ ভেঙে মৎসমুখী রবীন্দ্রনাথ ঘোষের

0
কোচবিহার: কোচবিহার আসনের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে না হারানো পর্যন্ত আমিষ খাবেন না বলে পণ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ(Rabindranath Ghosh)। এরপর গত ৪ জুন লোকসভা...

Abhishek Banerjee | অস্ত্রোপচার সম্পন্ন অভিষেকের, কেমন আছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্ত্রোপচারের পর শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার সকালে কলকাতায় বাইপাসের (Kolkata Bypass) ধারে...

Jalpaiguri | মোদির প্রতিশ্রুতি, ক্ষুদ্র চা চাষিদের ফসল বিমার আওতায় আনতে তোড়জোড় শুরু

0
নাগরাকাটা: চায়ের মতো বাগিচা ফসলকে বিমার আওতায় নিয়ে আসার তোড়জোড় শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় বাগিচা ফসলকে নিয়ে আসা...

Sikkim Landslide | উড়লই না হেলিকপ্টার, প্রতিকূল আবহাওয়ায় সিকিমে থমকে গেল পর্যটকদের উদ্ধারকার্য    

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্রমেই দুশ্চিন্তা বাড়ছে সিকিম প্রশাসনের। ক্রমাগত প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। গত তিনদিন ধরেই ভয়াবহ পরিস্থিতি এই পাহাড়ি রাজ্যের। এখনও ফুঁসছে তিস্তা...

Road Accident | জাতীয় সড়কে দুটি ট্রাকের সংঘর্ষ, জখম ৩

0
খড়িবাড়ি: জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ (Road Accident)। ঘটনায় জখম হয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে ভারত-নেপাল সীমান্তের (Indo-Nepal Border) পানিট্যাঙ্কি (Panitanki) সংলগ্ন গণ্ডগোল জোত...

Most Popular