Tuesday, May 14, 2024
HomeBreaking Newsইন্ডিয়া জোটে বিরোধ! মহারাষ্ট্রে শিবসেনার দাবি ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিল কংগ্রেস

ইন্ডিয়া জোটে বিরোধ! মহারাষ্ট্রে শিবসেনার দাবি ‘অবাস্তব’ বলে উড়িয়ে দিল কংগ্রেস

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৪ সালেই লোকসভার নির্বাচন। নির্বাচনে বিজেপিকে টক্কর দিতে তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’ জোট। তবে এই জোটেও রয়েছে মতবিরোধ। গত ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠকে দ্রুত আসন সমঝোতা করে ফেলার বিষয়ে সিদ্ধান্ত হয়। তৃণমূলের মতো দলগুলি ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেডলাইনও দিয়ে দেয়। এরপরই বিভিন্ন রাজ্য ভিত্তিতে শরিকদলগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে। তবে এই আলোচনাতেও মতানৈক্যে পৌঁছতে পারছে না দলগুলো।

মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে ২৩টি আসনের দাবি করেছিল শিবসেনার উদ্ধব গোষ্ঠী। তাদের সেই দাবিকে এবার খারিজ করে দিল কংগ্রেস। শিবসেনা (উদ্ধব), কংগ্রেস এবং এনসিপির শীর্ষ নেতৃত্বের মধ্যে আসন্ন লোকসভা ভোটে আসন বন্টনের জন্য বৈঠক হয়। সেই বৈঠকেই নিজেদের  এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় কংগ্রেস।

মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ২৩টি আসন দাবি করেছিল শিবসেনা (উদ্ধব)। কিন্তু দু’টি উপদলে বিভক্ত হয়ে যাওয়ায় এর অধিকাংশ সদস্য এখন একনাথ শিণ্ডের পক্ষে রয়েছে। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম জানিয়েছেন, দলের এই বিভাজনের ফলে পর্যাপ্ত প্রার্থী না থাকায় কার্যত ধুঁকছে উদ্ধব ঠাকরের দল। এই প্রসঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের প্রবীণ নেতা অশোক চহ্বন বলেছেন, “ দলগুলির মধ্যে সামঞ্জস্যের প্রয়োজন ছিল। যদিও প্রতিটি দলই বেশি আসন চায়, তবে বর্তমান পরিস্থিতিতে শিবসেনার ২৩টি আসনের দাবি অতিরিক্ত।“

প্রসঙ্গত, ২০১৯ সালে অবিভক্ত শিবসেনা বিজেপির এনডিএ জোটের অংশ ছিল। ২০২২ সালের জুন মাসে একনাথ শিন্ডে সহ ৪০ জন বিধায়ক শিবসেনা নেতৃত্বের বিরোধিতা করে, যার ফলে দলে ভাঙন ধরে। উদ্ধব ঠাকরের দলটি বর্তমানে এমভিএ-র অংশ, যার মধ্যে কংগ্রেস ও এনসিপিও রয়েছে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | সেবক রোড এবং বর্ধমান রোডের গাছ অন্যত্র প্রতিস্থাপনে পরিবেশ কমিটির বৈঠক

0
শিলিগুড়ি: শিলিগুড়ির সেবক রোড এবং বর্ধমান রোডে রাস্তা সম্প্রসারনের জন্যে ১৭৯টি গাছ অন্যত্র স্থানান্তরিত করতে হবে। গাছগুলি কোথায় স্থানান্তর করা হবে তা নিশ্চিত করতে...

Siliguri | ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা পুরনিগমের

0
শিলিগুড়ি: ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় এবার শহরের সমস্ত সরকারি হাউজিং কমপ্লেক্স, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর পরিষ্কার করবে শিলিগুড়ি পুরনিগম। একবার পুরনিগম পরিষ্কার করে দেওয়ার পর...

Mumbai | মুম্বইয়ে বিধ্বংসী ধুলোঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮ , আহত প্রায় ৬০

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের ঘাটকোপারে বিধ্বংসী ধুলোঝড়ের দরুন হোর্ডিং ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৮, আহত প্রায় ৬০ জন। ভেঙে পরা হোর্ডিংয়ের নীচে...

CBSE 2024 | সিবিএসই-র দশমে দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম দেবাং কৌশিক শর্মা, দ্বাদশে সেরা...

0
শিলিগুড়ি: সিবিএসই (CBSE 2024) বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় দার্জিলিং জেলায় সম্ভাব্য প্রথম হল জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের ছাত্র দেবাং কৌশিক শর্মা।  এছাড়াও ওই স্কুলেরই...

Maharashtra | গড়চিরৌলিতে বড় অভিযান, নিকেশ দুই মহিলাসহ ৩ মাওবাদী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল দুই মহিলাসহ তিন মাওবাদীর। গড়চিরৌলির পুলিশ সুপার নীলোৎপল এদিন জানান, নির্দিষ্ট...

Most Popular