Saturday, April 27, 2024
Homeরাজ্যদক্ষিণবঙ্গভোর রাতে আগুনে পুড়ে মৃত্যু ৩ ভাইবোনের, কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ  

ভোর রাতে আগুনে পুড়ে মৃত্যু ৩ ভাইবোনের, কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ  

দুর্গাপুরঃ বাড়ির মধ্যে রহস্যজনক ভাবে আগুনে পুড়ে মৃত্যু হল এক ভাই ও দুই বোনের। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের লাউদোহার লস্করবাঁধের আদিবাদী পাড়ায়। মৃতদের নাম মঙ্গল সোরেন (৩৩), সুমি সোরেন (৩৫) ও সুকুরমনি সোরেন(২৩)। মৃত মঙ্গল সোরেন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটে লাউদোহা থানায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করতেন। এক বোন সুমি সোরেন ছিলেন নার্স। তিনি সপ্তাহ দুয়েক আগে বাড়িতে আসেন। অন্য বোন বাড়িতেই থাকত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোর বেলা সাড়ে চারটা নাগাদ অবসরপ্রাপ্ত ইসিএল কর্মী হপনা সোরেন প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়েছিলেন। কিছুক্ষন পর ফিরে এসে বাড়ির বন্ধ ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। তিনি প্রথমে শাবল দিয়ে ঘরের দরজা ভাঙেন। তার চিৎকারে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। পরে ঘরের মধ্যে ঢুকে দেখা যায় তিন ভাই বোন অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে। আগুনে পুড়ে গিয়েছে ঘরের অন্যান্য আসবাবপত্রও। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মৃত্যু হয় মঙ্গল সোরেনের। অগ্নিদগ্ধ দুই বোনকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক পরীক্ষা করে তাদের মৃত বলে ঘোষণা করেন। ঠিক কিভাবে ঐ বাড়িতে আগুন লাগলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

প্রতিবেশীরা বলেন, হোপনা সোরেনের পরিবার ভালো। ঘরে কোন অশান্তি ছিল না। হোপনার স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা যান। ছেলে মঙ্গল সোরেনের বিয়ে ঠিক হয়েছিল। সেই কারণেই ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন সুমি সোরেন। মেয়ের বাড়ি থেকে লোক আসার কথা ছিলো। স্বভাবতই এই মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফরিদপুর থানার পুলিশ এসে পৌঁছায়। পুলিশ জানায়, মৃতদেহগুলির ময়না তদন্ত হবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তার পরে জানা মৃত্যুর সঠিক কারণ কি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

tea-workers-were-surrounded-police-station-for-protest

Tea Worker | কাজ করেও মেলেনি বেতন, থানা ঘেরাও চা শ্রমিকদের

0
বানারহাট: নিয়মিত কাজ করেও বেতন পাননি শ্রমিকরা। এই অভিযোগ তুলে বানারহাট(Banarhat) থানা ঘেরাও করল তোতাপাড়া চা বাগানের শ্রমিকরা(Tea Worker)। শ্রমিকদের অভিযোগ, তাঁদের পাক্ষিক বেতেন...

ICDS | ভোটের পর ২২ দফা দাবিতে আন্দোলনে নামার হুমকি অঙ্গনওয়াড়ি কর্মীদের

0
চালসা: ভোটের আগে রাজ্য সরকারের তরফে অঙ্গনওয়াড়ি (ICDS) কর্মীদের মাসিক ৭৫০ টাকা ও সহায়িকাদের ৫০০ টাকা সাম্মানিক বাড়ানো হয়েছে। তবে এতে খুশি নন তাঁরা।...

CM Mamata Banerjee | ‘যাঁরা চাকরি হারিয়েছেন, সরকার তাঁদের সঙ্গে আছে’, বার্তা মুখ্যমন্ত্রীর

0
কুলটি: ‘যাঁরা চাকরি হারিয়েছেন, সরকার তাঁদের সঙ্গে আছে’, শনিবার কুলটির নিয়ামতপুরের সভা থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কিশোর সংঘ ময়দানে আসানসোল...
khagen-murmu-campaign in gazole

Khagen Murmu | কড়া রোদ মাথায় নিয়ে দিনভর প্রচার করলেন খগেন মুর্মু

0
গাজোল: শুক্রবার মালদায় প্রচারে এসে বিজেপির প্রচারের পারদ এক ধাক্কায় অনেকটা উপরে তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেটাই হাতিয়ার করে শনিবার চড়া রোদ...

Joint Entrance 2024 | চাকরিহারা শিক্ষকরা জয়েন্টে পরিদর্শক হতে পারবেন? জানাল বোর্ড

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন।এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই রাজ্য সরকার দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের।তবে হাইকোর্টের...

Most Popular