Saturday, June 29, 2024
Homeউত্তর সম্পাদকীয়কারও সুরের মূর্ছনা, কারও হাতের জাদু

কারও সুরের মূর্ছনা, কারও হাতের জাদু

  • কিংশুক বন্দ্যোপাধ্যায়

এঁরা কেউ কারান্তরালে, কেউ পরিবেশ নিয়ে সোচ্চার। কারও সুরের মূর্ছনায় ভক্তকুল পাগল, কারও পায়ের জাদুতে বিশ্ব বিমোহিত, কারও লেখনী দেশকালের ব্যবধান মুছে দেয়। এঁরাই যুদ্ধদীর্ণ ২০২৩ সালে সংবাদ শিরোনামে এসেছেন। চুম্বকে রইল পৃথিবী কাঁপানো এমনই ১০ জনের কথা।

নার্গিস মহম্মদি

‘ওরা আমাকে আবার জেলে ছুড়ে ফেলবে। কিন্তু যতদিন না আমার দেশে মানবাধিকার আর ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে ততদিন আমি থামব না’

-একথা যিনি লিখছেন তাঁকে ২০০৯ সাল থেকে কোনও বৈধ কারণ ছাড়াই নয় নয় করে ১৩ বার অন্তরিন করেছে ইরানের মৌলবাদী জমানা, তাঁর কপালে জুটেছে সব মিলিয়ে ৩১ বছরের কারাবাস আর ১৫৪ বার বেত্রাঘাত। কিন্তু তাও যে এতটুকু দমানো যায়নি এই লেখাই তার জ্বলন্ত প্রমাণ।

তিনি নার্গিস মহম্মদি। ২০২২ সালে ১২ জন একক জেলকুঠুরিতে অন্তরিন ইরানি মহিলা মানবাধিকার কর্মীর সাক্ষাৎকার নেন নার্গিস মহম্মদি। এঁদের নিদারুণ বন্দিদশা নিয়ে তাঁর লেখা হোয়াইট টর্চার বইয়ে মুখবন্ধে একথা লেখেন মহম্মদি। নোবেল শান্তি পুরস্কার বিজেতা ইরানি সমাজকর্মী শিরিন ইবাদির ডিফেন্ডার অফ হিউম্যান সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট ৫১ বছরের প্রযুক্তিবিদ নার্গিসকে এই নগ্ন সত্য তুলে ধরার জন্য বিশ্ব কুর্নিশ করলেও স্বদেশের প্রভুরা তাঁকে কারাগারে নিক্ষেপ করে। তেহরানের এভিন কারাগারে অন্তরিন মানবতার এই অক্লান্ত যোদ্ধা নার্গিসকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

টেলর সুইফট

বিশ্বে যখন দুদুটো রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, সেইসময় গানের জগতে বিশ্ব মাতাতে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ওয়েট রিডিং-এ জন্মানো বছর ৩৩-এর এক গায়িকা যিনি বিশ্বের মঞ্চ মাতাচ্ছেন। শুধু যে নিজের লেখা ও সুরারোপিত গান গেয়ে নয়, তার সংগীতে সম্মোহিত দুনিয়াজোড়া কোটি কোটি মানুষ।

তিনি টেলর অ্যালিসন সুইফট যাঁকে সারা দুনিযা টেলর সুইফট নামে চেনে। ২০২৩-এ তাঁকে বর্ষসেরা হিসেবে বাছাই করে টাইম ম্যাগাজিন লিখেছে, টেলর সুইফট যা ছুঁয়ে থাকেন, তাই সোনা হয়ে যায়। গান, স্টেজ শো, ব্যবসা সবকিছুতেই তাঁর গগনচুম্বী সাফল্য। তিনিই বিশ্বের প্রথম গায়িকা যিনি শুধু গান গেয়ে বিলিওনিয়র। ২০০৬-এ তাঁর প্রথম অ্যালবাম টেলর সুইফট থেকে ২০২২-এর দশম অ্যালবাম মিডনাইটস শুধু আমেরিকাতেই পৌনে চার কোটি বিক্রি হয়েছে। তাঁর বিশ্বব্যাপী মিউজিক ট্যুরের প্রভাব এতটাই যে ওয়াশিংটন তা কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতেও পিছপা হয় না। তাঁর জীবনী, কর্মকাণ্ড, ব্যবসায়িক বিচক্ষণতার নজির পড়ানো হয় শিক্ষাক্ষেত্রে।

স্যাম অল্টম্যান

স্টিভ জোবস, বিল গেটসের মতো মাঝপথে কলেজের পড়া ছেড়ে দেওয়া আরেকজন তথ্যপ্রযুক্তির বিশ্ব কাঁপাচ্ছেন। তিনি স্যাম হ্যারিস অল্টম্যান। সারা বিশ্বের ১০ কোটি মানুষ যে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা সংক্ষেপে এআই) ব্যক্তিগত ফলিত রূপ চ্যাটজিপিটি নিয়ে মাতোয়ারা, তার প্রস্তুতকারী সংস্থা ওপেনএআইয়ের প্রাণপুরুষ তিনি। বলতে গেলে আমজনতার দৈনন্দিন লেখালেখির কাজে বিপ্লব এনে দিয়েছেন তিনি। অবশ্য অনেকেই এমনও আশঙ্কা করেছেন, যেভাবে চলছে তাতে এআই কোনওদিন মানবমস্তিষ্ককে বুদ্ধির দৌড়ে হারিয়ে না দেয়।

বছরের সেরা কর্পোরেট টানাপোড়েনও স্যামকে ঘিরেই। চলতি বছরের শেষদিকে স্টিভ জোবসের মতোই নিজের হাতে গড়া সংস্থা থেকেই বিতাড়িত হয়েছিলেন বছর ৩৮-এর এই মার্কিন ইহুদি উদ্যোগপতি। এ নিয়ে বিস্তর নাটকের পর দিন পাঁচেক বাদে কর্মীদের প্রবল চাপে যাঁরা স্যামকে সরিয়েছিলেন, তাঁরা নিজেরাই সরে যেতে বাধ্য হলেন। ওপেনএআইয়ে নিজের কুসি ফেরত পেলেন অল্টম্যান।

এলন মাস্ক

ফোর্বস পত্রিকার হিসেবে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী (২৫৪৭০ কোটি ডলার) এলন রিভ মাস্কের কর্মকাণ্ড প্রকৃত অর্থেই ব্রহ্মাণ্ডব্যাপী। তাঁর ১০,০০০ কোটি ডলারের সংস্থা স্পেস এক্স মঙ্গলে বসতি তৈরি করতে উদ্যোগী হয়েছে। মাস্কের দাবি, আগামী ৫ বছরে তা হযে যাবে।

অবশ্য শুধু গ্রহান্তর নয়, স্পেস এক্স বিশ্বকে ইন্টারনেটের জালে আবদ্ধ করার পরিকল্পনা নিয়েছে। ঠিক হয়েছে ৪২ হাজার উপগ্রহ থেকে অবিরত বিশ্বের সব জায়গায় নেট পরিষেবা দেওয়া হবে। অর্থাৎ বিশ্বের যে কোনও প্রান্তে নেট পরিষেবা মিলবে। অন্যভাবে বললে এক ঝটকয় বিশ্বজুড়ে ৪জি ও ৫জি ব্রডব্যান্ড পরিষেবা দেওযার পরিকাঠামো তৈরি হয়ে যাচ্ছে।

সারা বিশ্বের বৈদ্যুতিক গাড়ির রাজত্বে রাজ করা ১ লক্ষ ২ হাজার কোটি ডলারের গাড়ি সংস্থা টেসলা হল মাস্ক সাম্রাজ্যের আরেক স্তম্ভ যা সরাসরি জ্বালানি দূষণ থেকে বিশ্বকে বাঁচানোর এক বৃহৎ উদ্যোগ।

আর চলতি বছরে সামাজিক মাধ্যম টুইটার (যার তিনি নতুন নাম দিয়েছেন এক্স)-এর মালিকানাও নিয়েছেন তিনি।

কিজমেকিয়া করবেট

দুনিয়াজোড়া কোভিড অতিমারি ঠেকাতে যেসব বিজ্ঞানী অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তার মধ্যে কিজমেকিয়া শান্তা করবেট অগ্রগণ্য। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে টিসি চান স্কুল অফ পাবলিক হেলথের ৩৭ বছর বয়সি ইমিউনোলজিস্টের গবেষণাই বিশ্বকে কোভিড ভ্যাকসিন পেতে সাহায্য করে।

ইয়ন ফসে

নরওয়ে ৬৪ বছরের লেখক ও নাট্যকার ইয়ন ফসে চলতি বছরের সাহিত্যে নোবেলজয়ী। নরওয়ে মাটি ঘেঁষা নিউনরস্ক বা নব্য নরওয়েজীয় ভাষায় ফসে লিখে ফেলেছেন তিন খণ্ডে আর সাত বর্গে ভাগ করা তাঁর আত্মজৈবনিক উপন্যাস সেপ্টোলজি। লিখেছেন ‘দ্য নেম’, ‘উইন্টার, নাইটসং’, ‘আ সামার্স ডে’-এর মতো কালজয়ী নাটক। বলা হয় স্ক্যান্ডেনেভিয়ায় ইবসেনের পর তাঁর নাটকই সব চেয়ে বেশি ভাষাইয় অনূদিত হয়েছে।

ক্রিস্টোফার নোলান

তিন বছর বিরতির পর ফিরলেন ক্রিস্টোফার এডোয়ার্ড নোলান। পারমাণবিক বোমার স্রষ্টা রবার্ট জে ওপেনহাইমারের জীবনীভিত্তিক ছবি ওপেনহাইমার নিয়ে ৭৮ বছর আগের সেই বিভীষিকা নিমেষে সদ্য কোভিডের সঙ্গে যুদ্ধে ক্লান্ত দর্শকের মন জয় করল। বিশ্বজুড়ে সাড়ে ৯৪ কোটি ডলারের ব্যবসা করল ডার্ক নাইট ট্রিলজি, ইন্টারস্টেলার, ইনসেপশন-এর মতো ছবির পরিচালকের ছবি।

নোভাক জকোভিচ

২৪টি গ্র‌্যান্ড স্ল্যাম ট্রফি নিয়ে সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়ের প্রবল দাবিদার হয়ে উঠছেন সার্বিয়ার ৩৬ বছর বয়সি নোভাক জকোভিচ। বিশ্বের পয়লা নম্বর টেনিস খেলোয়াড় কোভিড ভ্যাকসিন নিয়ে বারংবার বিতর্কেও জড়িয়েছেন, অস্ট্রেলীয় ওপেন খেলতেও পারেননি এর জেরে। তবুও পেশাগতভাবে টেনিস থেকে ১৮ কোটি ডলার আয় করা তারকার জয়রথ থামানো যাচ্ছে না।

চেতনা মারু

‘জানি না কোনওদিনও কোনও স্কোয়াশ কোর্টের মাঝখানে দাঁড়িয়ে কি না। শোনার চেষ্টা করেছ কি পাশের কোর্টের হালচাল? বল মারার শব্দটার কথাও ভাবছি। ঠিক যেন পিস্তলের গুলির শব্দ। কোর্টের দেওযালে বলটা সজোরে আঘাত করলে সেটার শব্দ কিন্তু সার্ভিসের শব্দকে ঢেকে দেয়। মনে পড়ে মা মারা যাওয়ার বছরখানেক পরে ওয়েস্টার্ন লেনে বাবা আমাদের অনুশীলন করাত- দিনে দু’ঘণ্টা, তিন ঘণ্টা, চার ঘণ্টা।‘

এভাবেই শুরু হয়েছে বছর এগারোর গোপীর কাহিনী যার কাছে স্কোয়াশই হল ধ্যানজ্ঞান।

কেনিয়ায় জন্মানো বর্তমানে ইংল্যান্ডবাসী লেখিকা চেতনা মারুর এই প্রথম উপন্যাস ‘ওয়েস্টার্ন লেন’ স্কোয়াশের সঙ্গে এক কিশোরীর জীবনকে নিবিড়ভাবে জড়িয়ে লেখা। বইটা ২০২৩-এ বুকারের চূড়ান্ত মনোনয়ন তালিকাতে জায়গা করেও নিয়েছে। শেষ বিচারে পুরস্কার হয়তো পায়নি। কিন্তু ইংরেজিতে যে আর এক শক্তিশালী লেখিকা এসেছেন তা পরিষ্কার।

জুলিয়ানা রোটিচ

পরিবেশবিদরা দীর্ঘদিন থেকে বলে আসছেন, আফ্রিকায় পরিবেশ রক্ষায় সবচেযে বড় চ্যালেঞ্জ হল তথ্য সংগ্রহ করা। এই খামতি পূরণে এগিয়ে এসেছেন কেনিয়ার ৪৬ বছর বয়সি তথ্যপ্রযুক্তিবিদ জুলিয়ানা রোটিচ। নাইরোবিতে তথ্য সংগ্রহের জন্য গড়ে তুলেছেন আই হাব। এইসব পরিবেশগত তথ্যের সঠিক অবস্থানগত মূল্যায়ন করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বানিয়েছেন ওপেনসোর্স সফটওয়্যার, যাতে যে কেউ এই পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসতে পারেন।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CV Ananda Bose | কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির অভিযোগের ভাবনা রাজ্যপালের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুই তৃণমূল বিধায়কের শপথগ্রহন নিয়ে বিতর্ক তুঙ্গে নবান্ন-রাজভবনের। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে...

Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে থাকবেন তো অভিষেক? সুব্রত বক্সীর চিঠি ঘিরে জল্পনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে উপস্থিত থাকবেন? শুক্রবার শুক্রবার রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সাম্প্রতিক একটি চিঠি ঘিরে নতুন...

Harischandrapur | কামড়েছে পথকুকুর, ক্ষতিপূরণের দাবিতে পশুপ্রেমীর বাড়িতে হামলা প্রতিবেশীদের একাংশের   

0
হরিশ্চন্দ্রপুরঃ স্কুলের চাকরি থেকে সম্প্রতি অবসর নিয়েছেন হরিশ্চন্দ্রপুর তুলসিহাটা এলাকার বাসিন্দা সতীশ চন্দ্র দাস। এলাকায় তিনি পশুপ্রেমী হিসেবেই পরিচিত। আর এই পশুপ্রেমই কাল হল...

কাউন্টডাউন শুরু বিশ্বকাপ ফাইনালের, ভারতের জয় প্রার্থনা করে মদনমোহন বাড়িতে পুজো ক্রিকেটভক্তদের

0
কোচবিহারঃ রাত পোহালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বিশ্বকাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর এই ফাইনালকে কেন্দ্র করে জনমানসে তেমন উন্মাদনা নজরে না এলেও বিপরীত...

Hemtabad | দিল্লিতে কাজে গিয়ে রহস্যমৃত্যু হেমতাবাদের যুবকের, রাস্তা থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ

0
হেমতাবাদ: দিল্লিতে কল সেন্টারে কাজ করতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল হেমতাবাদের(Hemtabad) বাড়ইবাড়ির বাসিন্দা এক যুবকের। দিল্লির(Delhi) এক রাস্তার ধারের ডাস্টবিনের পাশ থেকে অর্ধনগ্ন ওই...

Most Popular