Wednesday, May 15, 2024
HomeTop Newsশিশু ও বয়স্কদের মধ্যে করোনার জেএন.১ প্রজাতির সংক্রমণের সম্ভাবনা বেশি, সতর্ক করল...

শিশু ও বয়স্কদের মধ্যে করোনার জেএন.১ প্রজাতির সংক্রমণের সম্ভাবনা বেশি, সতর্ক করল ‘হু’     

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কলকাতা-সহ জেলায় জেলায় খোঁজ মিলেছে করোনার নতুন ভ্যারিয়ান্ট জেএন.১ উপপ্রজাতির। এই নতুন প্রজাতি নিয়ে ফের উদ্বেগ বেড়েছে রাজ্যে। সম্প্রতি রাজ্যে ৬ মাসের এক শিশুর শরীরে করোনার জেএন.১ উপপ্রজাতির খোঁজ পাওয়া গিয়েছিল। চিকিৎসকদের বক্তব্য, বাচ্চা ও বয়স্কদের বেশি সতর্কতা জরুরি। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হলেই সংক্রমণ ছড়াচ্ছে জেএন.১। করোনার ভ্যাকসিন এই প্রজাতির সংক্রমণ আদৌ ঠেকাতে পারবে কিনা তা এখনও স্পষ্ট নয়। বাড়ির বড়দের থেকেই বাচ্চাদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। তাই বড়দেরই সাবধানে থাকতে হবে। কোনও রকম উপসর্গ বুঝলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে যেতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শিশুদের মধ্যে করোনার জেএন.১ উপপ্রজাতির সংক্রমণ ঠেকাতে বিশেষ সতর্কতা মেনে চলা জরুরি। রাস্তায় বেরোলে মাস্ক পরতে হবে, হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখা জরুরি, এখন অসুস্থ হলে বা উপসর্গ দেখা দিলে আইসোলেশনে থাকতে হবে। টানা জ্বর, শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখিয়ে নিতে হবে। ৫ থেকে ১৮ বছর বয়স অবধি ফেস-মাস্ক বাধ্যতামূলক। পাঁচ বছরের নীচে শিশুদের মাস্ক পরাতে হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাবা-মায়েদের খেয়াল রাখতে হবে।

হুর তরফে শিশুদের জন্য করোনা সংক্রান্ত বেশ কিছু গাইডলাইন দিয়েছে। বলা হয়েছে, শিশুদের আগে থেকে কোনও জটিল রোগের ইতিহাস থাকলে বা কোমর্বিডিটি থাকলে বেশি সতর্ক হতে হবে। শিশুরা যতটা সম্ভব বাড়িতে থাকলেই ভাল। গণপরিবহন এই সময়ে এড়িয়ে চলাই উচিত। সার্জিক্যাল মাস্কের বদলে বাচ্চাদের নন-মেডিক্যাল তিন স্তরের ফ্যাব্রিক মাস্ক পরালে বেশি ভাল হয়। শিশুদের কোভিড সংক্রমণ হলেও বাড়িতেই আইসোলেশনে থাকা ভাল। উষ্ণ গরম জলে বাচ্চাদের গার্গল করাতে হবে, দু’বছরের বেশি বয়সি শিশুদের সকাল ও রাতে ব্রাশ করা জরুরি। পাঁচ বছরের ওপরে বাচ্চাদের প্রাণায়াম ও হাল্কা যোগব্যায়াম করালে ভাল। হাত ধোওয়া, পারস্পরিক দূরত্ব মেনে চলার দিকে নজর রাখতে হবে। পুষ্টিকর খাবার খাওয়াতে হবে শিশুদের।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Road Accident | বাইক চালানো শিখতে গিয়ে বিপত্তি, দুর্ঘটনায় মৃত্যু কিশোরের

0
সামসী: বাইক চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোরের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রতুয়া-১ ব্লকের চাঁদমুনি-২ গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রামে। পুলিশ সূত্রে জানা...

Alipurduar | জল কমতেই মৎস্যজীবীদের জালে কালজানির বোরোলি, চড়া দামেও নিমেষেই বিক্রি

0
আলিপুরদুয়ার: কালজানি নদীর (Kaljani river) বোরোলি মাছ গত তিন-চারদিন হল সামান্য পরিমাণে হলেও মৎস্যজীবীদের জালে ধরা দিচ্ছে। মৎস্যজীবীদের কথায়, কালজানিতে ঘাকসি, ধরেয়া, পিঠকাঁটার মতো...

Howrah | হাওড়া স্টেশনে প্রকাশ্যেই মহিলাকে কুপিয়ে খুন! গ্রেপ্তার প্রেমিক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যস্ত সময়ে স্টেশনে উপচে পড়ছে ভিড়। ঠিক সে সময় ঘটে গেল অঘটন। আঁতকে উঠলো গোটা হাওড়া স্টেশন চত্বর। দিনে দুপুরে...

Cooch Behar | কোচবিহারে ব্যবসায়ীদের ডাকা বনধকে সমর্থন সিপিএমের

0
কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) ব্যবসায়ীদের ডাকা বনধকে সমর্থন জানাল সিপিএম (CPM)। বুধবার সিপিএমের তরফে একটি সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবে জানানো হয়েছে, বনধে ব্যবসায়ীদের সমর্থন...

HS Result 2024 | উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল কৃষকের ছেলের, স্বপ্ন আইনজীবী হওয়ার

0
তুফানগঞ্জ: উচ্চমাধ্যমিকে (HS Result 2024) নজরকাড়া ফল চিলাখানা হাইস্কুলের (Chilakhana High School) ছাত্র রসিদুল হকের। তার প্রাপ্ত নম্বর ৪৫৩। রসিদুলের বাড়ি তুফানগঞ্জ ১ (Tufanganj)...

Most Popular