Monday, May 13, 2024
HomeBreaking NewsRanji Trophy debut | মাত্র ১২ বছরেই রঞ্জিতে অভিষেক! মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে...

Ranji Trophy debut | মাত্র ১২ বছরেই রঞ্জিতে অভিষেক! মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নেমে নজির গড়ল বিহারের বৈভব   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাত্র ১২ বছর বয়সেই রঞ্জিতে অভিষেক হল বিহারের বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi)। পাটনার (Patna) মঈন-উল-হক স্টেডিয়ামে (Moin-ul-Haq Stadium) রঞ্জি ট্রফির (Ranji Trophy) এলিট গ্রুপ ‘বি’র ম্যাচে বিহারের দলে খেলতে দেখা গেল বৈভবকে। পঞ্চম কনিষ্ঠ ভারতীয় হিসেবে অভিষেকেই এই নজির গড়ল বাঁ-হাতি অলরাউন্ডার বৈভব সূর্যবংশী। এদিন বৈভব ছাড়াও দুই দল মিলিয়ে মোট পাঁচজন ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে।

শুক্রবার পাটনার মঈন-উল-হক স্টেডিয়ামে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ ‘বি’র ম্যাচে মুখোমুখি হয়েছে মুম্বই ও বিহার (Mumbai vs Bihar, Ranji Trophy 2023-24)। আর এদিন ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী টুর্নামেন্টে ফের লেখা হল ইতিহাস। শিরোনামে চলে এসেছে বিহারের বৈভব সূর্যবংশী। এদিন মাত্র ১২ বছর ২৮৪ দিনে রঞ্জি ম্যাচ খেলতে মাঠে নামে বৈভব। বৈভব গতবছর কোচবিহার ট্রফি খেলেছিল। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১২৮ বলে ১৫১ রান করেছিল সে। ২২টি চার ও তিনটি ৬ ছিল বৈভবের ঝুলিতে। বৈভব ভারতের হয়ে চারদেশীয় সিরিজ খেলেছে। সেখানে ভারত অনূর্ধ্ব-১৯ এ, ভারত অনূর্ধ্ব ১৯ বি, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ খেলেছিল। বৈভব ওই টুর্নামেন্টে ৫৩, ৭৪, ০, ৪১ ও ০ রান করেছিল।

তবে ইতিহাস বলছে, বৈভব প্রথম নয়, ১৯৪৩ সালে আলিমুদ্দিন নামে রাজপুতানার এক ক্রিকেটার ১২ বছর ৭৩ দিনে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিল। সেই প্রথম শ্রেণীর ক্রিকেটের সেমিফাইনাল আজমেরে জন্মানো আলিমুদ্দিন খেলেছিলেন বরোদার বিরুদ্ধে। খেলা হয়েছিল বরোদার মহারাজা প্রতাপসিং করোনেশন জিমখানায়।

১৯৫৯-৬০ সালে ১২ বছর ৭৬ দিনে এসকে বোসের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। জামশেদপুরের কিনান স্টেডিয়ামে বিহার বনাম অসম ম্যাচে তিনি খেলেছিলেন। ১৯৩৭ সালের অক্টোবরে, মহম্মদ রমজানের ১২ বছর ২৪৭ দিন বয়সে প্রথম শ্রেণির ম্যাচে অভিষেক হয়েছিল। রমজান পাটিয়ালার বারাদারি গ্রাউন্ডে রঞ্জি ট্রফি ম্যাচে ইউনাইটেড প্রদেশের বিরুদ্ধে উত্তর ভারতের হয়ে খেলেছিলেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

S Jaishankar | ‘তদন্ত করানোর যোগ্য কোনও তথ্য কানাডা দেয়নি’, নিজ্জর মামলায় বিস্ফোরক জয়শংকর

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর যোগ্য কোনও তথ্য এখনও পাওয়া যায়নি কানাডার তরফে। খলিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর (Hardeep...

Eye Bank | এমজেএন মেডিকেলে খুলতে চলেছে ‘আই ব্যাংক’, থাকবে চক্ষুদানের সুবিধে

0
কোচবিহার: ‘আই ব্যাংক’ খুলতে চলেছে কোচবিহারে এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। যারা মরণোত্তর চক্ষুদান করবেন, তাঁদের চোখের কর্ণিয়া সংগ্রহ করে দৃষ্টিহীনদের চোখে প্রতিস্থাপন করার...

Lok Sabha Elections 2024 | ‘বিজেপি এবার ২০০ আসনও ছুঁতে পারবে না’, দাবি মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবারের লোকসভা নির্বাচনে বিজেপি ২০০টি আসনও পাবে না, এমনই দাবি করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবার বনগাঁয়...
Ukraine missile attack on Russia, at least 15 dead

Russia | রাশিয়ার বুকে ইউক্রেনের মিসাইল হামলা, মৃত অন্তত ১৫

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে(Ukraine) ক্রমশ আক্রমণ বাড়িয়ে চলেছে রুশ সেনাবাহিনী। তবে থেমে নেই ইউক্রেনও। রাশিয়ায়(Russia) হামলা জারি রেখেছে ইউক্রেনীয় বাহিনী। এবার ইউক্রেনের মিসাইল...

Hemant Soren | অস্বস্তিতে হেমন্ত সোরেন, জামিনের আবেদন ফেরাল আদালত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) জামিনের আবেদন খারিজ হল। জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় গ্রেপ্তার করা...

Most Popular