Thursday, May 16, 2024
HomeTop NewsRajasthan polls | মন্ত্রী হিসেবে শপথ নিয়েও জনতার মন জয়ে ব্যর্থ! রাজস্থানে...

Rajasthan polls | মন্ত্রী হিসেবে শপথ নিয়েও জনতার মন জয়ে ব্যর্থ! রাজস্থানে ভোটে হার বিজেপি নেতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজস্থান (Rajasthan) বিধানসভা নির্বাচনে এককভাবে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেন বিজেপি। এই বিধানসভার ২০০টি আসনের মধ্যে নির্বাচন হয় ১৯৯টি আসনে। পঞ্জাব লাগোয়া শ্রীগঙ্গানগর জেলা করণপুর বিধানসভা কেন্দ্রের একটি আসনে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় স্থগিত হয়ে যায় নির্বাচন। সম্প্রতি সেই আসনে ভোট হলে কংগ্রেসের কাছে হেরে যায় বিজেপি প্রার্থী (BJP Candidate) সুরেন্দ্র পাল সিং (Surendra Pal Singh)। পরাজিত সুরেন্দ্র রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। ভোটে হেরে যাওয়ার পর তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপাল।

গত নভেম্বর মাসে নির্বাচন হয় রাজস্থান বিধানসভা কেন্দ্রে (Rajasthan polls)। শ্রীগঙ্গানগর জেলা করণপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীরমীত সিং কুনারের মৃত্যু হওয়ায় ভোট স্থগিত রাখা হয় সেই কেন্দ্রে। রাজস্থানে ভোট হয় ১৯৯টি আসনে। এই নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি। সেই আসনেরই ভোট হয় সম্প্রতি। এবং ফল প্রকাশের পর দেখা গেল, সেই আসনে বিজেপি প্রার্থী সুরেন্দ্র পাল সিং প্রায় ১১ হাজার ভোটে হেরে যান কংগ্রেস প্রার্থী রূপিন্দর সিংয়ের কাছে। গত ৩০ ডিসেম্বর সুরেন্দ্র রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। শপথ নেওয়ার ১০ দিনের মধ্যে ভোটে হেরে পদত্যাগ করতে হল বিজেপি প্রার্থী সুরেন্দ্র পাল সিংকে। সোমবার রাতে তিনি তাঁর মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপাল। উল্লেখ্য, সুরেন্দ্রকে গত ৫ জানুয়ারি কৃষি পণ্য মার্কেটিং, সেচ জমি উন্নয়ন, ইন্দিরা গান্ধি খাল, সংখ্যলঘু উন্নয়ন, ওয়াকফ-এর দপ্তরগুলির দায়িত্ব দেওয়া হয়েছিল।

এই ভোটে হার প্রসঙ্গে বিজেপির রাজ্য মুখপাত্র লক্ষীকান্ত ভরদ্বাজ বলেন, “এই হার আমাদের কাছে অপ্রত্যাশিত। তবে আমরা মানুষের মতামত মাথা পেতে নিচ্ছি। তবে এই কেন্দ্রে কংগ্রেস সহানুভূতিকে কাজে লাগিয়েছে। আর আমাদের প্রার্থী শুধু কংগ্রেস নয়, গোটা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন।” এদিকে এই হারের পর বিজেপিকে খোঁচা মারতে ছাড়েননি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, ‘বিজেপিকে জনগণ উচিত শিক্ষা দিয়েছে।’ এদিকে রাজ্য কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোস্তারা বলেন, ‘রাজ্যের মানুষ একমাসের মধ্যেই বিজেপির ওপর আস্থা হারিয়েছেন।’

এদিকে এই আসন জয়ের ফলে রাজস্থানে কংগ্রেসের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০। এদিকে বিজেপির দখলে রয়েছ ১১৫টি আসন। এছাড়া এই রাজ্যে বিএসপি জিতেছে ২টি আসনে, রাষ্ট্রীয় লোক দল জিতেছে ১টি আসনে, আরএলপি জিতেছে ১টি আসনে এবং অন্যান্যরা জিতেছে ৮টি আসনে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

India Bangladesh Border | জমি চলে যাবে বাংলাদেশে, সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে ক্ষোভ বাসিন্দাদের

0
ফুলবাড়ি: ভারতের বাসিন্দা হলেও দীর্ঘ ৩০ বছর ধরে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে বাস করেন ৪৮ টি পরিবার। বৃস্পতিবার সকালে ফুলবাড়ি চম্পদগছ এলাকার...

Trekking | পর্যটকদের উৎসাহ বাড়াতে শৈলশহরে নয়া ট্রেকিং রুট, পদক্ষেপ জিটিএ’র

0
শিলিগুড়ি: সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের প্রথম গল্পটি দার্জিলিংয়ের পটভূমিকায় তৈরি। এমনকি তাঁর ‘কাঞ্চনজঙ্ঘা’ ছবিটিও এই শৈলশহরকে কেন্দ্র করেই। তিনি সে যুগে দার্জিলিং শহরকে যেভাবে...

Water Crisis | নামছে তিস্তার ক্যানালের জলস্তর, সংকটমোচনে অপেক্ষা বৃষ্টির

0
শিলিগুড়ি: বৃষ্টির দেখা নেই দু’দিন ধরে। তিস্তার ক্যানালে (Teesta Canal) জলস্তরও নামছে হুহু করে। এমন অবস্থায় প্রমাদ গুনছে পুরনিগম। এক-দু’দিনের মধ্যে বৃষ্টি না হলে...

Darjeeling Tea | নিলামে হতাশা, কৌলীন্য হারাচ্ছে দার্জিলিং চা

0
শিলিগুড়ি: পাকদণ্ডির দুই পাশে চেনা ছবি। শুধু সবুজ ঢাল। তার মধ্যে কচি পাতা তুলতে ব্যস্ত কিছু কালো মাথা। কিন্তু ভিতরে চোখ রাখলেই স্পষ্ট হয়ে...

Sunil Chhetri Retirement | সুনীলের অবসরের সিদ্ধান্ত জানতেন না শ্বশুর সুব্রত! বললেন ‘সঠিক সিদ্ধান্ত’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল:  জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রীর আচমকা অবসরের সিদ্ধান্তে অবাক তাঁর অনুগামীরা। এমনকি তাঁর এই অবসরের কথা নাকি জানতেন না শ্বশুর...

Most Popular