Sunday, May 5, 2024
HomeExclusiveDarjeeling | দার্জিলিং ম্যালে মার্কেট কমপ্লেক্স তৈরি নিয়ে জোরালো প্রতিবাদ

Darjeeling | দার্জিলিং ম্যালে মার্কেট কমপ্লেক্স তৈরি নিয়ে জোরালো প্রতিবাদ

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: দার্জিলিংয়ের (Darjeeling) ম্যালে মার্কেট কমপ্লেক্স (Market complex) তৈরি করা নিয়ে প্রতিবাদ ক্রমশই জোরালো হচ্ছে। শহরের বিশিষ্টজনরা ইতিমধ্যেই জয়েন্ট অ্যাকশন কমিটি তৈরি করে রাস্তায় নেমেছেন। ‘মহাকাল বাঁচাও, ম্যাল বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার তাঁরা পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরির সঙ্গে বৈঠকে বসেন। কমিটি প্রস্তাবিত মার্কেট কমপ্লেক্সের জমিতে ১৪৪ ধারা জারি করার দাবিও করেছে।

দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি বলেন, ‘বিষয়টি নিয়ে বোর্ডে আলোচনা করা হবে। এটা অনেক বড় প্রকল্প। আমরা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) সঙ্গেও কথা বলব। তবে, এটাও ঠিক যে ফুটপাথ ব্যবসায়ীদের একটা স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা হওয়া প্রয়োজন।’ জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে ছিরিং দোরজি ভুটিয়া বলেন, ‘কোনও অবস্থাতেই ম্যালের মহাকাল রোডে ওই বাজার তৈরি করতে দেওয়া হবে না।’

ম্যাল (Darjeeling mall) থেকে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তায় দীর্ঘদিন ধরেই বহু ফুটপাথ ব্যবসায়ী বিশেষ করে মহিলারা শীতের পোশাকের পসরা নিয়ে বসতেন। এমনিতেই সরু রাস্তা, তার উপরে বাজার বসায় ওই পথে যাতায়াতে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ২০১৪ সালের ২৩ জানুয়ারি এই রাস্তার পাশেই একটি মার্কেট কমপ্লেক্স তৈরির শিলান্যাস করেছিলেন। মহাকাল রোড ও নীচের চিত্তরঞ্জন দাস রোডের মাঝের ঢালু জায়গায় এই হকার্স মার্কেট তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন সংগঠনের বাধায় সেই বাজার তৈরির কাজ সেই সময়ও শুরু হয়নি। অনীত থাপার পার্টির হাতে দার্জিলিং পুরসভা এবং জিটিএর দায়িত্ব আসার পরেই এই মার্কেটের কাজ শুরু হয়। এর পর থেকেই বিভিন্ন সংগঠন বিরোধিতায় সরব হয়েছে। দার্জিলিংয়ের বিভিন্ন সংগঠনকে নিয়ে জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করে ওই বাজার তৈরির বিরোধিতা করা হচ্ছে। ম্যালকে হকার্স ফ্রি জোন ঘোষণার দাবি জানানো হয়েছে।

পুরসভার চেয়ারম্যানের বক্তব্য, ‘জি২০ শীর্ষ সম্মেলনের সময় মহাকাল রোডের ব্যবসায়ীদের ভানু ভবনে অস্থায়ীভাবে বসানো হয়েছিল। ওখানে ওই ব্যবসায়ীদের ব্যবসা চলছে না। তাঁদের পুনর্বাসন দিতে হবে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Bajrang Punia | প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! কুস্তিগির পুনিয়াকে আচমকা নির্বাসিত করল নাডা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিকের আগে বড় ধাক্কা! হরিয়ানার ফ্রিস্টাইল কুস্তিগির বজরং পুনিয়াকে নির্বাসিত করল ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা। ঠিক কী...

একই গ্রামের দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

0
সামসী: ঘর ছেড়ে বাইরে কাজে গিয়ে মৃত্যু হল একই রতুয়া-২ ব্লকের চাতর গ্রামের ২ পরিযায়ী শ্রমিকের। মণিরুল হক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে মুম্বইয়ে।...

Kickboxing | বাবা রাজমিস্ত্রী, কিকবক্সিংয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় সোনা জিতল দুই সন্তান

0
বেলাকোবা : বাবা পেশায় রাজমিস্ত্রী। সেই পরিবারেরই ছেলে ও মেয়ে দু’জনেই রাজ্য জুনিয়র কিকবক্সিং প্রতিযোগিতায় সোনার পদক জিতে আনল। গত ৪ ও ৫ মে...

Cough syrup smuggling | সাইকেলের যন্ত্রাংশের আড়ালে কাফসিরাপ পাচারের চেষ্টা! বানচাল করল পুলিশ ও...

0
শিলিগুড়ি: গন্তব্যস্থলে পৌঁছানোর আগেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাফসিরাফ উদ্ধার করল পুলিশ। সঙ্গে ফুলবাড়ির জিয়াগঞ্জ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তারও করে নিউ জলপাইগুড়ি থানার...

Siliguri | কখনও রাস্তায় শুয়ে পড়ছেন, কখনও হুমকি দিচ্ছেন! রিকশাওয়ালাকে সামলাতে নাজেহাল ট্রাফিক

0
শিলিগুড়ি: ভেনাস মোড়ে  রবিবারের সকালে কার্যত তাণ্ডব করতে দেখা গেল এক রিকশা চালককে। কখনও তাঁকে দেখা যায় ভেনাস মোড়ের এই মাথা থেকে সেই মাথায়...

Most Popular