Monday, May 20, 2024
HomeBreaking NewsMamata-Abhishek meeting | জল্পনার অবসান, লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে মমতার বাসভবনে এলেন...

Mamata-Abhishek meeting | জল্পনার অবসান, লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠকে মমতার বাসভবনে এলেন অভিষেক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার বিকেল চারটা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের (Kalighat) বাড়িতে পৌঁছলেন ডায়মন্ডহারবারের সাংসদ। এদিনই মমতা তাঁর বাড়িতে লোকসভা নির্বাচন নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে অভিষেকের উপস্থিতি নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল। সব জল্পনায় জল ঢেলে বৈঠকে যোগ দিতে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে এলেন দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Mamata-Abhishek meeting)।

গত ২৩ নভেম্বর নেতাজি ইনডোরে তৃণমূলের কর্মিসভায় অনুপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আশ্চর্যজনকভাবে সেই সভায় বা আশপাশের চত্বরে কোনও ছবিও ছিল না তৃণমূল সাংসদের। সেই থেকে বিতর্ক শুরু। তার পর বিবিধ ঘটনায় পরিষ্কার হয়ে যায় যে মমতা-অভিষেকের মধ্যে মতান্তর তৈরি হয়েছে। নবীন-প্রবীণ নিয়ে বিভক্ত হয় তৃণমূল। মমতার মতে, পুরোনো চাল ভাতে বাড়ে। মনের বয়স ও যোগ্যতাই আসল ব্যাপার। অভিষেক বিভিন্ন সময়ে নবীনদের হয়েই বিভিন্ন সময়ে ব্যাটন ধরেন। তা ছাড়া এক ব্যক্তির একাধিক পদ আঁকড়ে থাকা নিয়েও অভিষেকের আপত্তি রয়েছে।

তারপর থেকে গত প্রায় দু’মাস তৃণমূলের কোনও সাংগঠনিক কর্মসূচিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিজের নির্বাচন কেন্দ্র ডায়মন্ড হারবারেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে হ্যাঁ, গত রবিবার তাঁর নির্বাচন কেন্দ্রে গিয়ে অভিষেক বলেছিলেন, লোকসভা ভোটে দল তাঁকে পুনরায় প্রার্থী করলে ডায়মন্ড হারবার থেকেই লড়াই করতে চান। তবে দল চাইলে অন্য কেন্দ্রে গিয়েও নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন।

এদিকে আজ কালীঘাটে নিজের বাসভবনে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মমতা বিশেষভাবে আমন্ত্রণ জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছনোর পর মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে রওনা দেন নিজের বাড়ির উদ্দেশ্যে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছে ঘাটাল ও মেদিনীপুর লোকসভা কেন্দ্র। এর মধ্যে মেদিনীপুরের সাংসদ হলেন বিজেপির দিলীপ ঘোষ। ঘাটালের সাংসদ হলেন অভিনেতা দেব অধিকারী। এই বৈঠকে প্রার্থী বাছাই নিয়ে আলোচনার কোনও সম্ভাবনাই নেই। আলোচনা হবে শুধুমাত্র জেলার দলের সাংগঠনিক ত্রুটি ও দলীয় কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ লড়াই করতে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

PM Narendra Modi | পুরীতে রোড-শো মোদির, জনসমুদ্র দেখে আপ্লুত নমো

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু মাথা। গলি থেকে বড় রাস্তা চারদিকে শুধুই ভিড়। সোমবার সকাল থেকে পুরীর (Puri) এই ছবি...

Alipurduar | বক্সা, জয়ন্তীতে পড়ুয়া কমছে নেপালি স্কুলে

0
প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের (Alipurduar) বক্সা, জয়ন্তী পাহাড়ি এলাকায় আঞ্চলিক ভাষায় পড়াশোনা করার আগ্রহ কমছে বলে অভিযোগ। নেপালি (Nepali) ভাষার একটি বড় অংশের প্রাথমিক...

Bangaon | বনগাঁয় তৃণমূল প্রার্থীকে বুথে ঢুকতে বাধা! কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে নালিশ কমিশনে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের প্রার্থীকে বুথে ঢুকতে দিল না কেন্দ্রীয় বাহিনী। সোমবার সকালে এমনই ঘটনা বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের...

Cooch Behar | কোচবিহারে আপেল চাষে পাইলট প্রোজেক্ট

0
 চাঁদকুমার বড়াল, কোচবিহার: কোচবিহারে (Cooch Behar) কৃষি ব্যবস্থায় নতুন দিক খুলতে চলেছে। এবার কৃষি দপ্তরের উদ্যোগে কোচবিহার জেলায় আপেলের চাষ শুরু হল। হিমাচলপ্রদেশ (Himachal...
lot of land has gone under the river due to erosion

Erosion | ভাঙনে নদীগর্ভে চলে গিয়েছে বহু জমি, রোধের দাবি বাসিন্দাদের

0
চালসা: ইতিমধ্যে নেওরা নদীর ভাঙনে(Erosion) নদীগর্ভে চলে গিয়েছে বহু জমি। নদী ভাঙন রোধে কোনও ব্যবস্থা না নেওয়া হলে ফের কৃষিকাজের সেচনালা সহ বহু জমি...

Most Popular