Saturday, April 27, 2024
HomeTop NewsPrimary Teacher | চাকরি পাচ্ছেন ২০০৯-এর প্রার্থীরা, প্যানেল প্রকাশ করে আজই নিয়োগপত্র

Primary Teacher | চাকরি পাচ্ছেন ২০০৯-এর প্রার্থীরা, প্যানেল প্রকাশ করে আজই নিয়োগপত্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০০৯ সালে দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের (Primary Teacher) প্যানেল প্রকাশ করা হল। মঙ্গলবার মোট ৩৬৪ জনের প্যানেল প্রকাশ করা হয়। পাশাপাশি, এদিনই নিয়োগপত্র ইস্যু করা হবে বলেও জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার ডিপিএসসি (South 24 Parganas DPSC) চেয়ারম্যান অজিত নায়েক। এদিন তিনি বলেন, ‘আমরা কনভার্টেড প্যানেল ও ৫ শতাংশ অ্যাডিশনাল প্যানেল সেটা আমরা আজ প্রকাশ করছি। স্কুল শিক্ষা দপ্তর সেটার অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রীর স্বদিচ্ছায় এটা অনেক তাড়াতাড়ি সম্ভব হল।’

অজিত নায়েক জানান, কনভার্টেড প্যানেলে ২৮৮ জনের নাম রয়েছে। আর ঠিকানা চিহ্নিত কার যায়নি এমন আরও ২৬ জন রয়েছেন। তাঁদের সমস্ত নথি থাকলেও বাড়ির ঠিকানা নেই। সেটা এদিনই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। তাঁরাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন। ফলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ৩১৪ জনে। এছাড়াও অ্যাডিশনাল প্যানেলে ৫০ জনের নাম রয়েছে। তাঁদের নামও এদিন প্রকাশ করা হয়। প্রত্যেকের নিয়োগপত্র আজই ইস্যু করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে অনশনকারীদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার অনুরোধও জানান ডিপিএসসির চেয়ারম্যান।

গত সপ্তাহের শুক্রবার থেকেই দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা সদর দপ্তরের সামনে আমরণ অনশনের ডাক দেন ২০০৯-এর চাকরিপ্রার্থীরা। মোট ১৮৩৪ জনের প্যানেল প্রকাশের দাবিতে, আমরণ অনশনে বসেন তাঁরা। পরপর কয়েকজন মস্তক মুণ্ডনও করেন।

সোমবার সন্ধ্যায় তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে নিয়োগে জট কেটে গিয়েছে। মঙ্গলবার চাকরিপ্রার্থীদের কাছে নিয়োগপত্র যাওয়া শুরু হবে।

 

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Attempt to kill two Trinamool activists

TMC | দুই তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা, আতঙ্ক আকন্দবাড়িয়ায়

0
বৈষ্ণবনগর: তৃণমূলের(TMC) অঞ্চল পার্টি অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি করার চেষ্টার অভিযোগ উঠল কালিয়াচক(Kaliachwak) থানার আকন্দবাড়িয়া এলাকায়। কার্যালয়ে এলোপাথাড়ি গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র...

ASSAM |হাতির হামলায় মৃত্যু হল দুই বনরক্ষীর,আতঙ্কে ভুগছে গোটা গ্রাম

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাতির হামলায় মৃত্যু হল দুই বনরক্ষীর। শনিবার অসমের শোনিতপুরের ঢেকিয়াজুলি জঙ্গলের কাছে অবস্থিত ধীরাই মাজুলি গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনায় একজন...

Firhad Hakim | ‘গনিখান বেঁচে থাকলে তাঁর আত্মা কেঁপে উঠত’, মালদায় বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ...

0
মুরতুজ আলম, সামসী: ‘গনিখান সাহেব সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলতে চেয়েছিলেন। সেই সিপিএমের সঙ্গেই হাত মিলিয়ে অধীর চৌধুরীরা লাল পতাকা গলায় লাগিয়ে প্রচার করছেন।’ মালদায়...
Bison attack in Ramthenga locality

Bison | রামঠেঙ্গার লোকালয়ে জোড়া বাইসনের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত জমি

0
ঘোকসাডাঙ্গা: শনিবার আচমকাই লোকালয়ে হামলা চালালো দুটি বাইসন(Bison)। তবে বাইসনের হামলায় হতাহত না হলেও জমির আংশিক ক্ষতি হয়েছে। মাথাভাঙ্গা রেঞ্জের রেঞ্জার সুদীপ দাস বলেন,...

Teen Dies By Suicide | মাকে মারধর করেন মাদকাসক্ত বাবা, হতাশায় আত্মঘাতী কিশোরী!

0
খারগোন (মধ্যপ্রদেশ): মাদকাসক্ত বাবা প্রায়ই মাকে মারধর করেন। পুলিশে অভিযোগ জানিয়েও কাজ হয়নি। সেই হতাশায় গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হল এক কিশোরী। শুক্রবার মধ্যপ্রদেশের...

Most Popular