Tuesday, May 21, 2024
HomeBreaking Newsশিন্ডে-পাওয়ার বৈঠক, মহারাষ্ট্রের রাজনীতিতে ফের নয়া সমীকরণ?

শিন্ডে-পাওয়ার বৈঠক, মহারাষ্ট্রের রাজনীতিতে ফের নয়া সমীকরণ?

মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে বৈঠক করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বৃহস্পতিবার শিন্ডের সরকারি বাসভবনে যান এনসিপি প্রধান। সেখানে দু’জনের কথা হয়।

সাক্ষাতের কথা টুইট করে জানিয়েছেন পাওয়ার। তিনি জানান, দক্ষিণ মুম্বইয়ের বিখ্যাত প্রেক্ষাগৃহ ‘মারাঠা মন্দির’-এর ৭৫তম বর্ষ উদ‌যাপন উপলক্ষ্যে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে শিন্ডের বাড়িতে গিয়েছিলেন। এছাড়া মারাঠা ছবি, থিয়েটার এসব নানা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

এদিকে শিন্ডে এবং পাওয়ারের বৈঠক ঘিরে জল্পনা ছড়িয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। মহারাষ্ট্রে কংগ্রেস, শিবসেনা এবং এনসিপির ‘মহা বিকাশ আগাড়ি’ নামে জোট সরকার ছিল। গত বছর শিবসেনা থেকে বিদ্রোহ ঘোষণা করেন শিন্ডে। পরবর্তীতে বিজেপির হাত ধরে ‘মহা বিকাশ আগাড়ি’ সরকার ফেলে দেন শিন্ডে। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন তিনি। এরপর এই প্রথম শিন্ডের সঙ্গে বৈঠক করলেন পাওয়ার। এদিকে কয়েকদিন আগে দলের সর্বভারতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পাওয়ার। এই নিয়েও জল্পনা চলে। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেন তিনি।

সামনেই সেখানে রাজ্য বিধানসভা নির্বাচন। এছাড়া রয়েছে লোকসভা নির্বাচনও। এইসময় শিন্ডের বাড়িতে গিয়ে পাওয়ারের বৈঠক জল্পনা ছড়িয়েছে। যদিও এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছে শিবসেনা শিবিরের জোটসঙ্গী বিজেপি। বিজেপির দাবি, পাওয়ারের সঙ্গে শিন্ডের সাক্ষাৎ রাজনৈতিক নয়। ব্যক্তিগত সাক্ষাৎ। এই বৈঠকের অন্য মানে খোঁজা উচিৎ নয়।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Migrant worker dead | পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া মালতীপুরে

0
সামসী: চেন্নাইয়ে (Chennai) কাজে গিয়ে মৃত্যু হল মালতীপুরের এক পরিযায়ী শ্রমিকের (Migrant worker dead)। মৃতের নাম, আবু তাহের (১৯)। বহুতল নির্মাণ শ্রমিক হিসেবে চেন্নাইয়ে কর্মরত...

Dev-Hiran | ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান’ কাকে নিয়ে লিখলেন দেব?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ‘সবাই আমার ফ্যান, আমি কাকার ফ্যান।’ মঙ্গলবার ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের ফেসবুক পেজে এমন লেখাই জ্বলজ্বল...

Brown Sugar | লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক

0
শিলিগুড়ি: লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রকি সিং। তিনি ডালখোলার বাসিন্দা। ধৃতের কাছ...

Accident | ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ দুটি বাইকের, দুর্ঘটনায় মৃত ১, আহত ৬  

0
কিশনগঞ্জঃ সোমবার রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় আহত হন আরও ৫ যুবক। ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের বাহাদুরগঞ্জ থানা এলাকার সমেশ্বর...

Singapore Airlines | মাঝআকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে ঝাঁকুনি, মৃত্যু যাত্রীর, আহত বেশ কয়েকজন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (Singapore Airlines) বিমানে ভয়ংকর ঝাঁকুনি। লন্ডন থেকে সিঙ্গাপুরগামী ওই বিমানে মৃত্যু হল এক যাত্রীর। আহত বেশ কয়েকজন। সিঙ্গাপুর...

Most Popular